কলকাতায় বিজেপি বিধায়কদের সঙ্গে মিঠুন চক্রবর্তীর বিশেষ বৈঠক
TODAYS বাংলা: আগামীকাল পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে মিছিলে নেতৃত্ব দিতে পারে মিঠুন চক্রবর্তী গত বিধানসভা নির্বাচনের পর বাংলার রাজনীতিতে খুব একটা সময় দেননি। অন্তত এমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে কিছুদিন আগে আবারও সক্রিয় হয়ে ওঠেন বাংলার রাজনীতিতে। জাফরান শিবির সূত্রে খবর, সংগঠনের মূল স্রোতে ফিরে আসার পর মিঠুন চক্রবর্তী আজ, বুধবার বেলা বারোটায় হেস্টিংসে বিজেপির নির্বাচনী অফিসে বিজেপি বিধায়কদের সঙ্গে বিশেষ বৈঠক করবেন। বৈঠকে শুধু বিধায়কই নন, সংগঠনের অন্যান্য পদাধিকারীরাও উপস্থিত থাকবেন।

সূত্রের খবর, সংগঠনকে শক্তিশালী করতে এই বৈঠকে রাজ্যের নবনিযুক্ত যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) সতীশ ডান্ডাও উপস্থিত থাকবেন। সামনে পঞ্চায়েত নির্বাচন। তারপর লোকসভা। মিঠুন চক্রবর্তীকে কি আবার দেখা যাবে বাংলার রাজনীতিতে বিজেপি শিবিরে সক্রিয় ভূমিকায় মিঠুন চক্রবর্তী গত বিধানসভা নির্বাচনের আগে রাজ্য জুড়ে প্রচার করেছিলেন। তবে ফলাফল ঘোষণার পর থেকেই তিনি কার্যত নিখোঁজ হন। সম্প্রতি কলকাতায় গিয়ে বিজেপির রাজ্য কার্যালয়ে প্রথমবারের মতো দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর সিনেমার শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন। বিজেপি শিবিরে ফের রাজনৈতিক বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে কৌতূহল তুঙ্গে। পার্থ চট্টোপাধ্যায়কে কেন্দ্র করে ইতিমধ্যেই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে রাজ্য বিজেপি। শাসক দলের দুর্নীতির ইস্যুকে কাজে লাগিয়ে রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচনের অনেক আগেই বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি চূড়ান্ত করার চেষ্টা চলছে। পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার কলকাতায় সমাবেশের ডাক দিয়েছে বিজেপি। আগের দিন রাজ্যের বিজেপির বিধায়ক ও নেতাদের সঙ্গে মিঠুন চক্রবর্তীর বৈঠক রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি বঙ্গীয় বিজেপিও মিঠুন চক্রবর্তীকে বাংলায় সক্রিয় রাজনীতির আঙিনায় আনতে চায়। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, মিঠুনকে নিয়ে বাঙালির আবেগকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা তোলাই বিজেপির মূল লক্ষ্য।

বিজেপিতে যোগ দেওয়ার পর কলকাতায় এসে প্রথমবারের মতো বিজেপির রাজ্য অফিসে যান মিঠুন চক্রবর্তী। রাজনৈতিক আলোচনায়ও অংশ নেন। মিঠুন চক্রবর্তীও রাজ্য নেতৃত্বকে আশ্বস্ত করেছেন যে বিজেপি শিবির তাকে পছন্দ করবে বলে তিনি দলের পাশে থাকবেন। মিঠুন চক্রবর্তীর সঙ্গে বিজেপি নেতৃত্বের বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে আগ্রহ তুঙ্গে। পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে বৃহস্পতিবার কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত বিজেপির ডাকা মিছিলে ‘ডিস্কো ডান্সার’ দেখা যাবে কি না, সময়ই উত্তর দেবে।