April 20, 2025 | Sunday | 1:56 PM

জীবনে এগিয়ে যাওয়ার গল্প বললেন মডেল পিয়া দাস

0

TODAYS বাংলা: পূর্বা রায়: দশটা পাঁচটার চাকরি করে, ঘর সংসার সামলেও নিজের জন্য ভাবা, নিজের পছন্দটাকে প্রাধান্য দিয়ে সেই লক্ষ্য পথে এগিয়ে যাওয়া যায় এমনই এক উদাহরণ সকলের সামনে তুলে ধরলেন মডেল প্রিয়া দাস।


সকল বাধা-বিপত্তিকে পেরিয়ে তিনি আজ একবছর ধরে মডেলিং ইন্ডাস্ট্রিতে সগৌরবে কাজ করছেন। তবে প্রিয়ার এই উজ্জ্বল উপস্থিতিতে, প্রতিটা মুহূর্তে কখনো একা ছাড়েনি তার স্বামী। শ্যুটিং ফ্লুর হোক কিংবা জীবনের প্রতিটা পরদে বন্ধুর মত করে পাশে পেয়েছেন তাকে।


নামী দামী বহু ফ্যাশন ব্র্যান্ডের মডেল হয়ে কাজ করার পাশাপাশি পেয়েছেন সম্মান পূর্বক স্মারক ও।
মডেল প্রিয়া মূলত ভারতীয় পোশাকে মডেলিং করেন এবং স্বাচ্ছন্দ বোধ করেন।


ভবিষ্যতে সম্পূর্ণ প্রফেশনাল মডেল হিসেবে কাজ করতে চান এমনটাই জানালেন তিনি।
TODAYS বাংলার পক্ষ থেকে খুব শীঘ্রই লঞ্চ করা হতে চলেছে “ম্যাগাজিন” যেখানে থাকবে মনরঞ্জনের সবরকম বিষয় এবং মডেল প্রিয়া দাস কে দেখা যাবে নতুন রূপে মিনু শাড়িতে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *