TODAYS বাংলা- র পরিবারে রূপান্তরিত হলেন মডেল শর্মিষ্ঠা
TODAYS বাংলা: শর্মিষ্ঠা গুহ যিনি TODAYS বাংলার সাথে প্রথম থেকে ছিলেন। তিনি মে মাস থেকে শুরু করে নভেম্বর প্রত্যেকটা শ্যুটে ছিলেন। বলা যায় TODAYS বাংলার পরিবার হয়ে উঠেছেন শর্মিষ্ঠা। প্রথম ম্যাগাজিন প্রকাশিত হয় মে মাসে।

সেই তখন এখনো মাসিক ম্যাগাজিন, মহালয়া, দুর্গা পূজা ও কালী পূজার ব্যানার এই সব কটিতে তিনি ছিলেন মডেল হিসাবে। বলা যায় TODAYS বাংলার চেনা মুখ হয়ে উঠেছেন তিনি। শর্মিষ্ঠা আগে চাকুরীজীবী ছিলেন কিন্তু বর্তমানে মডেলিং টাই বেছে নিয়েছেন তিনি।

TODAYS বাংলার সাথে কাজ করে কেমন লেগেছে জানতে চাইলে তিনি বলেন , ” এই প্ল্যাটফর্মে কাজ করতে ভীষণই ভালো লাগে, যেন নিজের পরিবারের মতো হয়ে উঠেছে। প্রত্যেকবার ভিন্ন ধরনের লুকস, ভিন্ন ব্র্যান্ড এছাড়া সুন্দর প্রমোশন সব কিছুই পাই। এখানে কাজ করে অনেকটাই সাকসেস পেয়েছি আরও কাজ করতে চাই।” শুধু এই নয় পরবর্তী শ্যুট এবং TODAYS বাংলার নতুন প্রজেক্ট শর্ট ফিল্মএও তিনি থাকতে চলেছেন।


