TODAYS বাংলার সাথে প্রথম কাজ করতে চলেছেন মডেল শাওড়ি
TODAYS বাংলা, শ্রেয়া দাস: শাওড়ি দাস ১ বছর ধরে মডেলিং করছেন আর এই প্রফেশন এ নিজেকে আরও একসপ্লোর করতে চান। বঙ্গ শারদ সুন্দরীর অ্যাওয়ার্ড প্রাপ্ত তিনি। সব রকম শ্যুট করেছেন মডেল। এথনিক থেকে শুরু করে ওয়েস্টার্ন সব রকম শ্যুটেই তিনি পারদর্শী।


তবে তার মধ্যে হোর্ডিং ও ব্যানার শ্যুট বেশি ভালো লাগে। মডেলিং এর পাশাপাশি একজন সফটওয়ার ইঞ্জিনিয়ার ও কনটেন্ট ক্রিয়েটর। পরিবারের সকলেই সাপোর্ট করেন তাকে। সারাদিনের রুটিন বলতে ঘুম থেকে উঠে জিম, যোগা, কনটেন্ট ভাবা, স্ক্রিপ্ট লেখা আবার তার অফিসের মিটিং অ্যাটেন্ড এসব নিয়েই চলতে থাকে গোটা দিন। ঘুরতে যাওয়ার কথা শুনলে সমুদ্রে ঘুরতে যেতে ইচ্ছা করে তার। টলিউডে জিৎ, কোয়েল এবং বলিউডে শাহরুখ খান, শাহিদ কাপুর এবং দীপিকা হলো তার প্রিয় অভিনেতা এবং অভিনেত্রী। TODAYS বাংলার সাথে এই প্রথম কাজ করতে চলেছেন মডেল শাওরী।


