আবারও বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যাক্তি
TODAYS বাংলাঃ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। ওই মৃত ব্যক্তির নাম দেবব্রত বসু,বয়স ৩২। বাড়ি বাঁকুড়া জেলার সোনামুখী এলাকায় বলে জানা গিয়েছে। ঘটনাটি খণ্ডঘোষ ব্লকের লোদনা মোড় এলাকার ঘটনা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, একটি বাইকে চেপে দুজন ব্যক্তি বাঁকুড়ার দিক থেকে বর্ধমানের দিকে আসছিলেন।
ঠিক সেই সময়ই একটি লরি বর্ধমান থেকে বাঁকুড়ার দিকে আসার সময়, লোদনা মোড়ের কাছে লরি এবং বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। রাস্তার উপর ছিটকে পড়েন বাইক চালক।
এলাকাবাসী ও খণ্ডঘোষ থানার পুলিশ আহত অবস্থায় বাইক চালককে উদ্ধার করে খণ্ডঘোষ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিত্সকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খণ্ডঘোষ থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে ঘাতক লরিটিকে আটক করেছে খণ্ডঘোষ থানার পুলিশ। পলাতক লরি চালক ও খালাসী। পলাতক চালক ও খালাসীর খোঁজ চালাচ্ছে খণ্ডঘোষ থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। এই ঘটনার জেরে কিছু ক্ষণের জন্য খণ্ডঘোষ ব্লকের লোদনা মোড় এলাকা অবরুদ্ধ হয়। তবে পরে পুলিশ এসে স্বাভাবিক করে যান চলাচল। ঘটনায় শোকের ছায়া সোনামুখী এলাকায়।
স্থানীয়রা বলেন, এই সড়ক পথে প্রায় দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণহীন ভাবে গাড়ি চালান অনেক চালক। আর তাতেই প্রাণ হারান অনেকে। সচেতনতা বার্তা স্থানীয়দের। উল্লেখ্য, নিয়ন্ত্রনহীন গাড়ির ধাক্কায় মৃত্যুর খবর আসে বারংবার। তবে তার পরও হুঁশ ফেরে না চালকদের। এভাবেই সামান্য অসাবধানতায় মৃত্যুর কোলে ঢলে পড়তে হয় অনেককেই