মুভি না বাস্তব? প্রাক্তন মুখ্যমন্ত্রীর অবাক কাণ্ড!
Todays Bangla: পূর্বা রায়; অবাক কাণ্ড? না! এটা সত্যি যে পড়াশোনা, শেখার কোনো বয়স হয়ে না। ঠিক এমনই এক নজিবিহীন ঘটনা ঘটেছে হরিয়ানাতে।


হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালা ৮৭ বছর বয়সে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাস করেছেন। গতকাল সেই পরীক্ষার ফল জানতে পেরেই সুখবর দেন সকলকে খোদ মুখ্যমন্ত্রী নিজে।


তবে বারো ক্লাস পাস করলেও রেজাল্ট হাতে দেওয়া হয়নি কারণ ২০১৭ সালে নেশন্যাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুল থেকে দেওয়া দশম শ্রেণীর পরীক্ষায় ইংরেজী বিষয় ফেল। তাই আবার ইংরেজি পরীক্ষায় পাস করে ইতিবাচক সাফল্য প্রাপ্ত করে।

প্রসঙ্গত, বেআইনি ভাবে ৩ হাজার ২০৬ জন শিক্ষককে প্রাথমিক স্তরে নিয়োগের জেরে ওম প্রকাশ চৌতালা, তার ছেলে অজয় চৌতালা, আই এ স অফিসার সঞ্জীব কুমার এবং এই কাজের সঙ্গে জড়িত ৫৩ জনকে জেলের সাজা শোনানো হয় ২০১৩ সালে।

দীর্ঘ দশ বছর তিহার জেলে থাকা কালীন পুনরায় পড়াশোনা করে নতুন ইতিহাস তৈরী করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
আর এই পুরো ঘটনা টাই সম্প্রতি মুক্তি পাওয়া বলিউডের “দাসভি” ছবির হুবহু কপি! যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে নেট দুনিয়ায়।