কেমন লাগলো “Thinking of him”?
TODAYS বাংলা: ?Movie review???
movie :- THINKING OF HIM
director – PABLO CESAR
co producer:- suraj kumar
মূল গল্প:-
গীতাঞ্জলি ফরাসি অনুবাদ পরার পর ভিক্টোরিয়া ওকাম্পো রবীন্দ্র সাহিত্যের পরম অনুরাগী হয়ে ওঠে। ১৯২৪ সালে বুয়েনস আইরেস সফরের সময় কবিগুরু অসুস্থ হয়ে পরে সেই সময় ওকাম্পো তার শুশ্রূষা করেন।

সেই সময় দুজনের মধ্যে এক স্নেহের সম্পর্ক তৈরী হয়। পাবলো সেই সম্পর্কের রসায়ন পর্দায় ফুটিয়ে তুলতে চেয়েছেন।
রবীন্দ্রনাথের চরিত্রে কিংবদন্তি অভিনেতা ভিক্টর ব্যানার্জী এক কথায় অনবদ্য। তার অভিব্যক্তি ও শরীরের ভাষা সত্যই কখন মনে হয়নি।


অভিনয় মনে হল পাবলো যেন রবীন্দ্রনাথের পুরোনো সংগ্রহিত তথ্যচিত্র পর্দায় ফুটে উঠেছে। মেকআপ ও হেয়ার ড্রেসিং অন্যবদ্য। কিন্ত গল্পের কথা বলতে গেলে পুরোটাই অগোছালো। পাবলো রাইমাকে ঠিক ভাবে ব্যবহার করতে পারেন নি। হ্যালুসিনেসানের সাথে কি সম্পর্ক তা বোঝা ওঠা দায়।


ক্যামেরার কাজ, এডিটিং ও কালার কারেকসান কোনটাই ছাপ পেলতে পারেনি। রবীন্দ্রনাথ ভিত্তিক চলচ্চিত্রে সব থেকে গুরুত্বপূর্ণ আবহ সঙ্গীত একেবারে ফিকে।খুব খারাপ লাগল।


সঙ্গীত বলতে গেলে দুটি পরিচিত রবীন্দ্র সঙ্গীত ব্যাবহার করা হয়। কিন্তু অন্য অচেনা শ্রুতিমধুর রবীন্দ্র সঙ্গীত ব্যাবহার করা যেত। তার উপর অবাক লাগে শান্তিনিকেতনে হাতি কোথা থেকে এলো। সর্বপরী বলা যায় ভিক্টর ব্যানার্জী ছাড়া আর কিছু নেই। তার পাঁচটি গোলাপের মধ্যে তিনটি দিলাম।

