April 20, 2025 | Sunday | 8:39 AM

ডায়মন্ড হারবার পুলিশ জেলার স্থায়ী কার্যালয়ের উদ্বোধন করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

0

বাইজিদ মন্ডল TODAYS বাংলা- ডায়মন্ড হারবার পুলিশ জেলার স্থায়ী কার্যালয়ের উদ্বোধন করলেন ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।গত ২০১৪ সালে প্রথমবার ডায়মন্ড হারবার লোকসভা ভোটে দাঁড়িয়েই বাজিমাত করে ছিলেন তিনি । ২০১৯ সালে তৃণমূলের তথাকথিত খারাপ ফল বা অনেকের ভরাডুবির মধ্যেও নিজের আসনটি কে দখলে রেখেছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।


কখনো যুব সভাপতি আবার কখনো দলের সর্বভারতীয় সম্পাদক নির্বাচিত। তবুও জনপ্রতিনিধি অভিষেক কিন্তু নিজের লোকসভা কেন্দ্র কে কখনোই অবহেলা করেননি।

এমনিতে সারা বছর সাংসদের পক্ষ থেকে এলাকার বিভিন্ন গরীব দুঃস্থ মানুষদের বছরে কয়েক বার নতুন জামা কাপড় বিতরণ করা হয়,দুর্গা পূজার সময়,ঈদের সময়,এবং শীতকলে শীত বস্ত্র বিতরন করে থেকে।

এছাড়াও বিগত লকডাউনের সময় সাংসদ এর এলাকায় দুঃস্থ মানুষদের সকল প্রকার সহযোগিতা করে নজির সৃষ্টি করে ছিলেন,এখনও পর্যন্ত তার সেই ধারাকে অব্যাহত রেখেছেন।সম্প্রীতি আজ শনিবার ৩০ এপ্রিল ডায়মন্ড হারবার পুলিশ জেলার সেই কার্যালয় উদ্বোধন করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের I

ইহা ছাড়াও সঙ্গে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা,বিধায়ীকা নমিতা সাহা,জাহাঙ্গীর খান,ফেরদৌসী বেগম সহ প্রশাসনিক অন্যান্য আরও বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *