‘দীক্ষালোক’-এর সঙ্গীত সন্ধ্যা
TODAYS বাংলা, সৌরভ দত্ত: সংগীত পরিচালক অশোক ভদ্রের সংগীতশিক্ষা প্রতিষ্ঠান “দীক্ষালোক” ২৪ বছরে পদার্পন করল । এই উপলক্ষে ৮ই জুন, রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে একটি মনোজ্ঞ সংগীত সন্ধ্যার আয়োজন করা হয় । উদ্বোধনী সঙ্গীত “দীক্ষালোক”-এর ছাত্র – ছাত্রীবৃন্দ।

গীতিকার ডাঃ অলোক পাত্র, সুরকার কল্যাণ সেন বরাট ও অর্ধেন্দু হালদারের লেখা, অশোক ভদ্রের সুরারোপিত দু’টি গানের অ্যালবাম প্রকাশিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি আসন অলঙ্কৃত করেন জাদুসম্রাট পি. সি. সরকার ( জুনিয়র )অনুষ্ঠানে সংগীত পরিবেশন ও বক্তব্য রাখেন শ্রীরাধা বন্দোপাধ্যায়, স্বাগতালক্ষী দাসগুপ্ত, অশোক ভদ্র, সৈকত মিত্র, সুপর্ণ কান্তি ঘোষ, কল্যাণ সেন বরাট, স্বপন সেন, প্রতাপ রায়, সুজয় ভৌমিক, মেখলা দাসগুপ্ত, সাধন বাগচী, দেব প্রসাদ চক্রবর্তী, প্রসেনজিৎ মুখার্জী, দেবিকা মুখার্জী, প্রিয়া ভট্টাচাৰ্য, পরিমল ভট্টাচাৰ্য,মাধুরী দে, দেবজিৎ দত্ত, নীল রতন সামন্ত, পামিলি ভদ্র প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবাশিস বসু, মৌ ভট্টাচাৰ্য ও সৃঞ্জনা।

