পৌর নির্বাচন এবং নতুন বোর্ড গঠনের অপেক্ষায় থেমে নেই পৌর পরিষেবা, স্বাভাবিক পরিষেবার মধ্যেই হাই ড্রেনের পাশে সুদীর্ঘ লোহার বেড়া তৈরি
নদীয়া:- অন্য আরো বেশকিছু পৌরসভার মতন শান্তিপুর পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হয়েছিলো বেশ কিছুদিন আগে, পৌরসভা পরিচালনা করা হচ্ছিল বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে। এরপরে করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই নির্বাচন প্রক্রিয়া শুরু হয়, সম্পন্নও হয়। এখন প্রতীক্ষা শুধু নতুন কমিটি গঠনের।
কিন্তু এত কিছুর মধ্যে থেমে নেই পৌর পরিষেবা। জল আলো জঞ্জাল সাফাইয়ের মতন স্বাভাবিক পরিষেবার সাথে সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ নিয়মিত চালু ছিলো। তবে নির্বাচন বিধি মেনে বেশ কিছু প্রকল্প গৃহীত হয়ে থাকলেও তা শুরু হয় নির্বাচনের পর।
এ রকমই এক প্রকল্প লক্ষ্য করা গেলো। শান্তিপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের অন্তর্গত লক্ষীতলা মুচিপাড়া থেকে বাথনা যাওয়ার রাস্তার পাশে গভীর হাইড্রেন অনাবৃত ছিল দীর্ঘদিন। আর তার ফলেই বিভিন্ন প্রাণী তো বটেই এমনকি স্কুল ছাত্র ছাত্রী বৃদ্ধ পথচারীরা অনেকেই তাতে পড়ে গুরুতর আহত হয়েছে। এবার পৌরসভার পক্ষ থেকে দেখা গেলো, সেই কাজে মনোনিবেশ করতে। ঠিকাদার জানালেন বেশিরভাগ কাজ দোকানে প্রস্তুত করা হয়েছে আগামী চার দিনের মধ্যেই সমাপ্ত হয়ে যাবে এই কাজ। পৌর প্রশাসক সুব্রত ঘোষ জানালেন, পূর্বে সিদ্ধান্ত নেওয়া এইরকমই বেশ কিছু কাজ শুরু হবে শীঘ্রই। ওই অঞ্চলের এলাকাবাসীরা পৌরসভাকে সাধুবাদ জানায় দ্রুত এ ধরনের সমস্যার নিষ্পত্তি ঘটানোর উদ্যোগ দেওয়ার জন্য।