ভুটান সীমান্ত জয়গা থেকে এন বি এস টি সি চালু করল দুটি বাস পরিষেবা
TODAYS বাংলা: শনিবার ভুটান সীমান্ত জয়গা থেকে দুটি বাস পরিষেবা চালু করলো এন বি এস টি সি। এতদিন পর্যন্ত জায়গা থেকে দার্জিলিং কালিম্পং মালদা পর্যন্ত বাস পরিষেবা চালু ছিল। আজ থেকে আরও দুটি বাস পরিষেবা চালু হল।


এন বি এস টি সি চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানান একটি বাস জয়গা থেকে আলিপুরদুয়ার হয়ে কুচবিহার পর্যন্ত যাবে।

এছাড়া আরো একটি বাস আলিপুরদুয়ার থেকে জয়গা হয়ে শিলিগুড়ি পর্যন্ত যাবে, ফেরার পথে শিলিগুড়ি থেকে জয়গা হয়ে আলিপুরদুয়ার পর্যন্ত আসবে।

এখানেই শেষ নয় দ্রুত জয়গাতে এন বি এস টি সি তরফ থেকে টিকিট কাউন্টার করা হবে, নিরাপত্তার জন্য দুজন নিরাপত্তারক্ষী মোতায়েন থাকবেন।
