ভোট দিয়ে বেড়িয়ে কান্নায় ভেঙ্গে পড়লেন অশোক ভট্টাচার্য
TODAYS বাংলা: নেতাজী বয়েজ হাই স্কুলের বুথে। এই প্রথম তিনি স্ত্রীকে ছাড়াই ভোট দিলেন। ভোট দিয়ে বেড়িয়ে এসেই অশোক ভট্টাচার্য সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙ্গে পড়লেন। আবেগ তাড়িত হয়ে অশোক ভট্টাচার্য বলেন, স্ত্রীর প্রতিকৃতিতে মালা দিয়েই তিনি এসেছেন ভোট দিতে। এই প্রথম স্ত্রীকে ছাড়া একা এসে ভোট দিলেন। তার স্ত্রী বেঁচে থাকলে খুব খুশি হতেন বলেও জানান এই প্রবীন বাম নেতা।
অন্য এক প্রসঙ্গে অশোক ভট্টাচার্য বলেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবেই শিলিগুড়িতে ভোট গ্রহন চলছে। বরাবরের মতন এবারও শিলিগুড়িতে শান্তিপূর্ণভাবে নির্বাচনের মধ্য দিয়ে বজায় থাকবে শিলিগুড়ির ঐতিহ্য ও রাজনৈতিক সংস্কৃতি। নির্বাচন পরিচালনায় পুলিশের ভূমিকাও সন্তোষজনক বলে মনে করছেন তিনি। যেভাবে শান্তিপূর্ণ ভাবে ভোট
হচ্ছে সেটা যদি শেষ পর্যন্ত বজায় থাকে তাহলে এককভাবে শিলিগুড়ি পুরবোর্ড গঠন করবে বামফ্রন্ট। শাসক দল প্রসঙ্গে তিনি বলেন, এবার শিলিগুড়ির মানুষ ভোট দেবেন তৃণমূলের দাম্ভিকতা, ওদ্ধত্ব, মাতব্বরির বিরুদ্ধে।