নেতাজি জন্মবার্ষিকীতেই ফের সংঘর্ষ ভাটপাড়ায়
TODAYS বাংলাঃ নেতাজি জন্মবার্ষিকীতেই ফের সংঘর্ষ ভাটপাড়ায়। বোমবাজির অভিযোগ উঠেছে। নেতাজি মূর্তিতে মাল্যদান ঘিরে সংঘর্ষ বাঁধে। সূত্রের খবর, তৃণমূল-বিজেপিকে ঘিরেই সংঘর্ষ বাঁধে। দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে গিয়েছেন বিজেপির ভাটপাড়ার সাংসদ অর্জুন সিং। দেহ রক্ষীদের তরফে বন্দুক তাক করা হয়েছিল। পাঁচ রাউন্ড গুলি চালানো হয়েছে।
বিজেপি-তৃণমূলের সংঘর্ষ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছে ভাটপাড়া। নেতাজি জন্মজয়ন্তী ঘিরেই এই ধুন্ধুমার কাণ্ড তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। রবিবার সকালে নেতাজি সুভাষচন্দ্রের জন্ম জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছিল বিজেপি। সেই অনুষ্ঠানে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করতে যান ভাটপাড়ার তৃণমূল সাংসদ অর্জুন সিংয়ের ছেলে পবন সিং। সেই সময়ই কিছু তৃণমূল কর্মী তাঁদের বাধা দেন বলে অভিযোগ। বোমাবাজিও শুরু হয়। অর্জুন সিংকে ঘিরে ইট বৃষ্টির অভিযোগও ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বিজেপি সাংসদকে লক্ষ্য করে ইটবৃষ্টি ও বোমাবাজির বিরুদ্ধে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। এই নিয়ে সংঘর্ষ বাঁধে বিজেপি তৃণমূলের মধ্যে। নেতাজি জয়ন্তীতে রীতিমত রণক্ষেত্রের চেহারা নেয় ভাটপাড়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন হয়েছে