ব্রাত্য বসুর নয়া পদ জানেন কী ?
নিজস্ব সংবাদদাতাঃ নয়া বছরে নয়াভাবে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন অনেকদিন পর আবারও নতুন বছরে এই অ্যাসোসিয়েশন রাখল চমকপ্রদ কিছু ঘটনা। পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান হলেন ব্রাত্য বসু।
১৩ জন আমন্ত্রিত সদস্যদের নিয়ে গঠিত হল বাংলা অ্যাকাডেমি।

চেয়ারপার্সন –ব্রাত্য বসু, আর আমন্ত্রিত সদস্যরা হলেন, জয় গোস্বামী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, সুবোধ সরকার, প্রচেত গুপ্ত, অর্পিতা ঘোষ, অভীক মজুমদার, প্রসূন ভৌমিক, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, আবুল বাশার, সুধাংশু দে এবং ত্রিদিব চট্টোপাধ্যায়।
পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সদস্যদের তালিকা
প্রসঙ্গত, বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশ ও ঐতিহ্যরক্ষার লক্ষ্যে ফ্রান্সের অ্যাকাডেমি ফ্রঁসেজ-এর আদলে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের একটি অঙ্গ হিসাবে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৪ সালে এটি একটি স্বশাসিত সংস্থার মর্যাদা পায়।