April 20, 2025 | Sunday | 12:21 PM

ভাবী আইনজীবী শুভেচ্ছার নতুন রূপ TODAYS বাংলার ম্যাগাজিনে

0


TODAYS বাংলা; পূর্বা রায়: কলকাতায় আসা স্বপ্নের হাত ধরে। ভবিষ্যতে যেমন আইনজীবী হতে চান তেমনি পাশে রাখতে চান তার পছন্দের সব তালিকা।
শুভেচ্ছা দাস জন্মসূত্রে বাঁকুড়ার হলেও বর্তমানে কলকাতাবাসী।

এলএলবি নিয়ে পড়া তৃতীয় বর্ষের ছাত্রী অ্যাকটিং ও মডেলিং করতে বেশ সাবলীল।
একটি শর্ট ফিল্ম ও নানা ধরনের ব্রাইডাল, ম্যাগাজিন শুটে কাজ করেছেন এবং আগামী দিনে চান এই প্রফেশনকে সঙ্গে রেখে এগিয়ে চলতে।


অবসর সময় লেখালেখি, গান, নাচ করতে যেমন ভালোবাসে তেমনই শহরের ব্যস্ততার মাঝে রবীন্দ্র সদনের ঘন নিবিড় অভরণ্যে একাকী জল আর হাওয়ার সঙ্গী হতে।


তবে আর চার পাঁচটা মেয়ের মতো মডেল শুভেচ্ছা পছন্দও করে কলকাতার অন্যতম স্ট্রিট ফুড ফুচকা।
TODAYS বাংলার আসন্ন ম্যাগাজিনে দেখা যাবে শুভেচ্ছা দাসকে মিনু শাড়িতে মডেল রূপে ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *