আবার নতুন করে করোনার হানা হংকংয়ে।
TODAYS বাংলা: আবার নতুন করে করোনার হানা হংকংয়ে।দৈনিক আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ইতিমধ্যে। সংক্রমণের হার প্রতিদিন বাড়ছে। হংকংয়ের স্বাস্থ্য অধিকারীকরা জানিয়েছেন হংকংয়ে করোনার চতুর্থ ঢেউয়ের প্রবেশ হয়েছে।
হংকং এর পাশাপাশি চীনে নতুন করে সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। চীনের একাধিক প্রদেশে ইতিমধ্যেই লকডাউন ডাকা হয়েছে। চীনের পাশাপাশি আমেরিকাতেও করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। স্বাস্থ্য আধিকারিকরা অনুমান করছেন চীনে করোনা চতুর্থ ওয়েব হানা দিয়েছে।