“প্রিয় কলকাতা ” কলকাতার জন্মদিনে নীল মিল্টনের দেওয়া এক অনন্য উপহার।
TODAYS বাংলা:
কলকাতার তথা রঙ্গিন খামে মোড়া তিলোত্তমার জন্ম হয় ২৪ আগস্ট ১৬৯০ সালে। কলকাতার সাথে আমাদের যেন আবেগে জড়িয়ে আছে অনন্ত কাল থেকে। কলকাতা মানেই বাঙ্গালীদের সাবেকিয়ানা,
কলকাতা মানে অলিগলি ভিক্টোরিয়ায় প্রেম ষোলোআনা। পুরো শহরটা যেন এক অদ্ভুত প্রেমের চাদরে ঢাকা। যে দিকে তাকাবে প্রেম যেন দাঁড়িয়ে আজ সে চাতক পাখির মতো। গীতিকার নীল মিল্টনের ঠিক এরকম একটা অনুভুতি ব্যক্ত করেছেন “প্রিয় কলকাতা ” গানে। তিনি এটাও জানান কলকাতার সাথে তার আবেগি মনের কতটা মিল আছে – একাধারে উদারতা অন্যদিকে বিস্তীর্ণতা।

গানটির সুর করেন সুরকার মৃন্ময় দে ও সঙ্গীতায়োজনে ছিলেন স্নেহাঙ্কুর। “প্রিয় কলকাতা” গানটিতে কণ্ঠ দিয়েছেন – দীপ, শ্রীতমা, আকাশ, শ্রেয়া, আরনিশা ও ঈশানী। ইউকেলেলেতে সহযোগিতা করেছেন অয়নদ্বীপ। চিত্র পরিচালনা নির্দেশক নীল মিল্টন নিজ হাতেই করেছেন। এবং চিত্র পরিচালনায় অপূর্ব ফ্রেমে কলকাতা কে আবদ্ধ করতে সক্ষম হয়েছেন। তিনি বলেছেন এটা তার কাছে “Dream Project”. HM Series এর YouTube channel থেকে প্রকাশিত এই গানটি, ইতি মধ্যে সঙ্গীতপ্রেমীদের মধ্যে বিশেষত কলকাতা বাসীর মনে দাগ কাটতে সক্ষম হয়েছে। আরো ভালোবাসা চাই কলকাতাবাসীর কাছে এই আবেদন করেছেন নির্দেশক নীল মিল্টন।