নীলগাই উদ্বার জলপাইগুড়িতে
TODAYS বাংলা: নীলগাই উদ্বার জলপাইগুড়িতে।আজ জলপাইগুড়ি থেকে একটি নীলগাই উদ্বার করল জলপাইগুড়ি বনদপ্তর।আজ সকালে জলপাইগুড়ির এবং জলদাপাড়ার মধ্যবর্তী জায়গা থেকে বন দপ্তরের কর্মীরা উদ্বার করল একটি নীলগাই।

এদিকে একের পর এক দুর্লভ পশু উদ্বার করা হচ্ছে।এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারন মানুষ।তাদের মতে এইভাবে একের পর এক উদ্বার করা হচ্ছে পশু।

কেন বন দপ্তর কোন ব্যাবস্থা নিচ্ছে না তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তারা।এদিকে গতকাল মৃত্যু হয়েছে আরেকটি ক্যাঙ্গারু।

তাই সাধারন মানুষ জানিয়েছেন অবিলম্বে এই চোরাপাচারকারীদের ধরা হোক।এইভাবে নিরীহ পশুগুলি একের পর এক পাওয়া যাচ্ছে এতে এক বিশাল ফাকফোকড়ের চিহ্ন থেকে যাচ্ছে।
