পার্থ চ্যাটার্জির প্রভাব? নোবেল বিজয়ী অমর্ত্য সেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাখ্যান করেছেন
TODAYS বাংলা: পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া বঙ্গবিভূষণ পুরস্কার গ্রহণ করছেন না নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। পরিবারের মাধ্যমে তিনি অনেক পুরস্কার পেয়েছেন বলে জানান। এবার নতুন কাউকে সেই সম্মান দেওয়া উচিত।
অমর্ত্য বর্তমানে বিদেশে আছেন। সোমবার পুরস্কার প্রদানের দিন তিনি কলকাতায় উপস্থিত থাকতে পারবেন না। প্রকৃতপক্ষে, নভান্না সূত্রে জানা গেছে, অমর্ত্যর মতামত শুনে পুরস্কারপ্রাপ্তদের চূড়ান্ত তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়নি।

প্রসঙ্গত, অমর্ত্যের বঙ্গবিভূষণ পুরস্কার প্রত্যাখ্যান করার খবর প্রকাশ্যে আসার পর পার্থ চ্যাটার্জিকে নিয়ে তৃণমূল কিছুটা ‘অস্বস্তিতে’। ফলে বিরোধী শিবিরের একাংশ (প্রধানত সিপিএম) বলতে শুরু করে যে পার্থর ঘটনার প্রতিবাদে অমর্ত্য সেই সিদ্ধান্ত নিয়েছেন। যদিও সূত্রের খবর, পার্থকে গ্রেপ্তারের ঘটনার আগেই মন তৈরি করেছিলেন অমর্ত্য। রাজ্য সরকারকেও বিষয়টি জানানো হয়েছে।

সোমবার, রাজ্য সরকারের দুই নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন এবং অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে বঙ্গবিভূষণ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জানানোর কথা ছিল। একটি সূত্র জানায়, অভিজিৎ বর্তমানে ফ্রান্সে রয়েছেন। ফলে সম্ভবত তিনি মঞ্চে থাকবেন না।
সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নজরুল মঞ্চে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের বঙ্গভূষণ ও বঙ্গবিভূষণ পুরস্কার প্রদান করবেন। ভারতীয় ফুটবলে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবকেও বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করা হবে। এসএসকেএম সুপার স্পেশালিটি হাসপাতালকেও একটি প্রতিষ্ঠানের মতো সম্মান দেওয়া হবে।
প্রসঙ্গত, সিপিএম নেতা সুজন চক্রবর্তী শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে পার্থ রাজ্যের মন্ত্রীর ইডি কর্তৃক গ্রেফতারের পরিপ্রেক্ষিতে বঙ্গবিভূষণ এবং বঙ্গভূষণ সম্মান প্রত্যাখ্যান করার জন্য বিশিষ্ট ব্যক্তিদের আহ্বান জানিয়েছিলেন 21 কোটি টাকা। সিপিএমের একাংশের দাবি, সেই ডাকে সাড়া দিয়ে সম্মান নিতে রাজি হননি অমর্ত্য। যদিও সূত্রের খবর, অমর্ত্য তার আগেই নিজের সিদ্ধান্ত জানিয়েছিলেন।