April 20, 2025 | Sunday | 7:13 PM

শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে মঙ্গলবার মনোনয়নপত্র জমা

0

TODAYS বাংলা: শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে মঙ্গলবার দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি শঙ্কর মালাকার শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরে খড়িবাড়ি ও ফাঁসিদেওয়া প্রার্থীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন ।

এদিন শঙ্কর মালাকার জানান , বামেদের সঙ্গে এখনও কংগ্রেসের আলোচনা চলছে । তবে বাম একটি আসনে প্রার্থী দেয়নি । ফলে কংগ্রেসও তাদের জন্য ১-২টি আসনে সমঝোতা করবে । তবে ৪ তারিখ মনোয়ন প্রত্যাহারের শেষ দিন । ততদিন বামেদের সঙ্গে আলোচনা চলবে।

পাশাপাশি তিনি আরও জানান বাম ও কংগ্রেসের মধ্যে ভোট কাটাকাটির লাভ যেন বিজেপি বা তৃণমূল ওঠাতে না পারে সেদিকে খেয়াল করে সমঝোতা করা হবে। এদিন মহকুমা পরিষদ নির্বাচনে কংগ্রসের হয়ে ২ আসনে মনোনয়ন পত্র জমা করে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *