শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআই র্যাডারে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য
TODAYS বাংলা:
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআই র্যাডারে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য। আজ, বৃহস্পতিবার কলকাতায় এসেই বাঁশদ্রোণীর ফ্ল্যাটের উদ্দেশে রওনা হন তিনি। গতকালই ওই ফ্ল্যাট সিল করেছে সিবিআই। সেখানে গিয়ে সংবাদমাধ্যমের কাছে রাগত স্বরে সুবীরেশের দাবি, তাঁর আমলে কোনও দূর্নীতি হয়নি।
নিয়োগ দুর্নীতির তদন্তে বুধবার তাঁর বাঁশদ্রোণীর ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিলেন সিবিআই। সেখানে কাউকে না পেয়ে ফ্ল্যাট সিল করে দেন তদন্তকারীরা ।

আজ শিলিগুড়ি থেকে সস্ত্রীক কলকাতা আসেন উপাচার্য। ফ্ল্যাটে পৌঁছে সাংবাদিকদের বলেন, ‘কালকে আমার অফিসে গিয়েছিল। ওরা কী পেয়েছে ওদের জিজ্ঞাসা করুন। আমার সিবিআই-এর উপরে একশো শতাংশ ভরসা আছে। সঠিক পথেই ওরা এগোচ্ছে। তিনি আরো জানান আমি নির্দোশ বলেই গলা উচু করে কলচাতাতে এসেছি।না হলে তো এতদিনে পালিয়ে যেতাম। আমার কাছে সমস্ত তথ্য তৈরী আছে।যথাসময়ে আমি সেগুলিকে সামনে আনব। আমি একটু অপেক্ষায় আছি জানালেন এস এস সির প্রাক্তন চেয়ারম্যান।