এখন পোষ্য প্রাণী আপনার সাথে বিমানে নিয়ে যাওয়া যাবে, ঘোষণা করলো দেশীয় বিমান সংস্থা
TODAYS বাংলা: এখন আপনি কুকুর-বিড়ালের মতো পোষা প্রাণীকে বিমানে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন। দেশটিতে সম্প্রতি চালু হওয়া নতুন অভ্যন্তরীণ বিমান সংস্থা আকাসা এয়ার এ ঘোষণা দিয়েছে। সংস্থাটি জানিয়েছে যে নভেম্বর মাস থেকে যাত্রীদের জন্য এই সুবিধা শুরু হবে। এ জন্য ১৫ অক্টোবর থেকে টিকিট বিক্রি শুরু হবে।
আকাসা এয়ারের সহ-প্রতিষ্ঠাতা বেলসন কৌতিনহো বলেছেন যে মানুষ যখন তাদের পোষা প্রাণী অন্যত্র স্থানান্তরিত করে তখন তাদের নিয়ে যেতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এমন মানুষদের সাহায্য করতে এবার একটি অফার ঘোষণা করেছে সংস্থাটি।

এর আওতায় যেসব পোষা প্রাণীকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে হবে সেগুলোকে খাঁচায় রাখা হবে। এরপর যাত্রীর পাশাপাশি পোষা প্রাণীটিকেও একই বিমান থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে। আগামী মাস থেকে এ সুবিধা শুরু হবে বলে তিনি জানান, এ ধরনের পোষা প্রাণীর ওজন সর্বনিম্ন ৭ কেজি এবং সর্বোচ্চ ৩২ কেজি রাখা হয়েছে। এর চেয়ে ভারী কোনো প্রাণী থাকলে তার জন্যও বিমানে সুবিধা দেওয়া হবে। তিনি জানান, নভেম্বর মাস থেকে বিমানে পশু নিয়ে যাওয়ার এই সুবিধা শুরু হবে। তিনি জানান, আকাশ এয়ারের বর্তমানে ৬টি উড়োজাহাজ রয়েছে। ২০২৩ সালের মার্চের মধ্যে তাদের সংখ্যা ১৮-এ উন্নীত হবে।