বৃদ্ধা মাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠলো ছেলের বিরুদ্ধে
TODAYS বাংলাঃ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের বটতলা এলাকায়। মৃত বৃদ্ধার নাম শুভদ্রা রায় বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃদ্ধা মা শুভদ্রা রায়-এর উপর তার ছেলে ও ছেলের বউ দীর্ঘদিন ধরে অত্যাচার চালাতো।
শুক্রবার রাতে ওই বৃদ্ধাকে তার ছেলে ও ছেলের বউ-ই পুড়িয়ে মারে বলে অভিযোগ। প্রতিবেশিরা জানিয়েছেন যে এলাকার লোক খবর পেয়ে তাদেরকে ধরে তুলে দেয় পুলিসের হাতে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন তারা।
পুলিশ শুক্রবার রাতেই ওই বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়।বালুরঘাট থানার আইসি জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে রয়েছে তদন্ত। শুক্রবার রাতেই পুলিসের কাছে খবর যায় যে বালুরঘাট থেকে ডাঙ্গি বর্ডারের দিকে যাওয়ার রাস্তায় এক বৃদ্ধার আধপোড়া মৃতদেহ পরে রয়েছে।
বৃদ্ধা মাকে পুড়িয়ে মারার অভিযোগ ছেলের বিরুদ্ধে, চাঞ্চল্য বালুরঘাটে
পুলিস এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। বৃদ্ধার বাড়িতে গতকাল রাতে তাঁর ছেলে এবং পুত্রবধূকে পাওয়া যায়নি। শনিবার সকালে তারা বাড়িতে ফিরলে এলাকাবাসীরা তাদের ধরে পুলিসের হাতে তুলে দেয়। যদিও বালুরঘাট থানায় এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি।