নববর্ষের প্রথম দিনে দেশবাসীর মঙ্গল কামনায় কালীঘাটে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
শ্রেয়া দাস,TODAYS বাংলা: আজ শুভ নববর্ষ। আর এই শুভ দিন বাংলা নববর্ষের প্রথম দিনে রাজ্য তথা সকল দেশবাসীর মঙ্গল কামনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাট মন্দিরে পুজো দিলেন।


তিনি তার সোশ্যাল পেজে সকলের মঙ্গল কামনা করে প্রার্থনা করলেন , “মঙ্গলময়ী মায়ের আশিসে মুছে যাক সমস্ত গ্লানি, ঘুচে যাক জরা।


বিনাশ হোক সকল আসুরিক শক্তির, মানবতার সুরে মুখরিত হোক ধরণী। পবিত্রতার স্পর্শ আসুক, ক্লেদ ও বিষাদমুক্ত হোক সবার জীবন।


নতুন বছরের আগমনে, নতুন আশা সঞ্চারিত হোক প্রাণে। সুস্থ ও সুরক্ষিত থাকুক প্রতিটি পরিবার – এই কামনা করি।”


বছরের প্রথম দিনে দেশের সকলের মঙ্গল কামনায় পরিবারের সাথে পুজো দিলেন কালীঘাটে। সেই সকল ছবি তার অনুরাগীদের সাথে শেয়ার করে নিলেন নিজেরই সোশ্যাল মিডিয়া পেজে।
