শিলিগুড়ি পুর নিগমের বাস্তুকারদের নিয়ে কিরণ চন্দ্র শ্মশান ঘাটের কাজের অগ্রগতি সরজমিনে পরিদর্শন
TODAYS বাংলা:
শিলিগুড়ি পুর নিগমের বাস্তুকারদের নিয়ে কিরণ চন্দ্র শ্মশান ঘাটের কাজের অগ্রগতি সরজমিনে পরিদর্শন ।
নির্মাণ হতে চলেছে অতিরিক্ত ২ টি বৈদ্যুতিক চুল্লি এবং একটি চিরাচরিত কাঠের চুল্লি । প্রশস্ত গেট ও রাস্তা, শবযাত্রীদের জন্য ছাউনি, পুলিশ ক্যাম্প, সি সি ক্যামেরা সহ শ্মশান ঘাট চত্বরের সামগ্রিক সৌন্দর্যায়ন করা হল আজকে। উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব এবং এম আই সিরা। উপস্থিত ছিলেন শিলিগুড়ি শহরের সমস্ত বাস্তুুকারেরা।

এদিন গৌতম দেব জানালেন এই পবিত্র স্থান যদি ঠিকমত সুরক্ষা না রাখা হয় এবং এই জায়গাটিকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা না যায় তবে শিলিগুড়ি শহরের সুনাম ক্ষুনন হবে।তাই কিভাবে এই পবিত্র জায়গাটিকে সংরক্ষন করা যায় তবে শিলিগুড়ির সুনাম বাড়বে।এদিন গৌতম দেব জানান এই জায়গাটিকে কিভাবে সৌন্দর্যয়ায়ন করা যায় সেটাই আলোচনা করা হল সরকারি বাস্তুুকারদের সাথে।আপাতত এই জায়গাটিকে চারিদিক থেকে ঘিরে রাখা হবে।তারপরে আসতে আসতে কিভাবে এই জায়গাটিকে একটা শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যাওয়া যায় সেটাও দেখব আমরা জানালেন মেয়র গৌতম দেব।