১৫ই আগষ্ট উপলক্ষে বিজেপির তেরঙ্গা যাত্রা শুরু করল আজকে শিলিগুড়ির এয়ারভিউ মোড় থেকে
TODAYS বাংলা: ১৫ই আগষ্ট উপলক্ষে বিজেপির তেরঙ্গা যাত্রা শুরু করল আজকে শিলিগুড়ির এয়ারভিউ মোড় থেকে।এদিন প্রায় ৫০০০বিজেপীর কর্মী সমর্থকেরা জাতীয় পতাকা নিয়ে বাইক মিছিলে বের হন।এই বাইক মিছিলে বিজেপীর তরফ থেকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জী ছাড়াও সমস্ত দলীয় কাউন্সিলারেরা।এদিন বিজেপীর কর্মী এবং সমর্থকেরা দেশের পতাকা নিয়ে গোটা শিলিগুড়ি শহর প্রদক্ষিন করেন।

বিধায়ক শঙ্কর ঘোষ জানান এবারে ১৫ই আগষ্ট আমাদের জীবনে এক অন্য মাত্রা এনে দিয়েছে,কারন এবারে ৭৫তম দিবস।দেশের জন্য যারা সবকিছু ছেড়ে প্রান বিসর্জন দিয়েছেন তাদের শ্রদ্ধাঞ্জলি জানানোর শ্রেষ্ঠ উপায় এটাই। ১৫ই আগষ্টের আগে এই কটাদিন শিলিগুড়ির প্রত্যেক মানুষের কাছে আমাদের অনুরোধ তারা যেন নিজের ঘরে জাতীয় পতাকা লাগান। আমাদের গর্ব আমাদের দেশ।তাই সবাই মিলে এই বছরে আমরা 15ই আগষ্ট পালন করবো।এদিন জাতীয় পতাকা নিয়ে বিজেপীর বাইক মিছিল গোটা শিলিগুড়ি শহর প্রদক্ষিন করে।