April 20, 2025 | Sunday | 8:39 AM

অরণ্য সপ্তাহ উপলক্ষে বনমহোৎসব পালিত হল আলিপুরদুয়ার কামাখ্যাগুড়িতে

0

TODAYS বাংলা:

অরণ্য সপ্তাহ উপলক্ষে বনমহোৎসব পালিত হল আলিপুরদুয়ার কামাখ্যাগুড়িতে । উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পের উচ্চপদস্থ আধিকারিকরা এবং আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার সহ অনন্য বিশিষ্টজনরা ।

শনিবার আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি উচ্চ বিদ্যালয় বন মহোৎসব পালন করা হয় । এদিন কামাখ্যাগুড়ি উচ্চ বিদ্যালয় বক্সার জোত কাঠ ব্যবসায়ী সমিতি , ভিনিয়ার অ্যান্ডস ওর্নাস অ্যাসোসিয়েশন ,বক্সা সেকেন্ডারি মিল এসোসিয়েশনের উদ্যোগে বনমহোৎসব পালন করা হয় । পরবর্তীতে বনের আধিকারিকরা কামাখ্যাগুড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে চারাগাছ তুলে দেন ।

বন সম্পর্কে নানা বিষয়ে আলোচনা করা হয়।গাছ নিয়ে ছাত্রছাত্রীদের আলাদা করে বোঝানো হয়। চারাগাছের যত্ন কিভাবে করতে হবে,এবং একটি চারাগাছের গুরুত্ব ঠিক কতটা তা বোঝানো হয় ছাত্রছাত্রীদের। ছাত্রছাত্রীদের গাছ লাগানোর ব্যাপারে উৎসাহ দেন আলিপুরদুয়ারের মহকুমা শাসক এবং বিভিন্ন ইষ্কুলের প্রধান শিক্ষকেরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *