April 20, 2025 | Sunday | 12:29 PM

রাখি পূর্নিমা উপলক্ষে আজ শিলিগুড়িতে চলছে নানা উৎসব

0

TODAYS বাংলা: রাখি পূর্নিমা উপলক্ষে আজ শিলিগুড়িতে চলছে নানা উৎসব।আজ শিলিগুড়ির ১৫নং ওয়ার্ডে এই উপলক্ষে সকাল থেকেই শুরু হয়ে গেল রাখি বন্ধন উৎসব। সকাল থেকেই তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা ওয়ার্ডে রাখি বন্ধন উৎসবে মেতে ওঠেন। পনেরো নং ওয়ার্ড কাউন্সিলার রঞ্জন সরকার এদিন সকাল থেকেই উপস্থিত ছিলেন এই রাখি বন্ধন উৎসবে।এদিন রাখি বন্ধন উৎসব নিয়ে ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান আমাদের কাছে এই দিনটি একটি পবিত্র দিন এই দিনে ভাই এবং বোনের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে।

এই দিনটিতে কবিগুরু সবার কাছ থেকে রাখি পড়েছিলেন এবং এই উৎসবটিকে জাতপাতের উপরে নিয়ে গিয়েছিলেন। রাখি বন্ধন উৎসবের দিনটিতে আমাদের উচিত সবকিছু ভুলে গিয়ে সবার সাথে একই সাথে থেকে এই উৎসব পালন করা।রাখি বন্ধন উৎসব মানুষের মনে সমস্ত রকমের মলিনতা দুর করে মানুষকে আবার একসাথে নিয়ে চলতে শেখায়।এদিন প্রায় সাড়ে সাতশো জন তৃণমূল পুরষ এবং মহিলা কর্মী যোগ দেন রাখি বন্ধন উৎসবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *