শিলিগুড়ির এয়ারভিউ মোড়ে রাজ্যের বিরোধী বিধায়কদের বিক্ষোভ অবস্থান
TODAYS বাংলা: আজ শিলিগুড়ির এয়ারভিউ মোড়ে রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারীকে রাজ্য প্রশাসনের আটকানোর প্রতিবাদে বিজেপী বিধায়কেরা অবস্থান বিক্ষোভ করলেন।এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন বিধায়ক ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জী , বিধায়ক মনোজ টিগ্গা , মনোজ ওঁরাও , বিশাল লামা এছারা বিধায়ক শঙ্কর ঘোষ।

এদিন শঙ্কর ঘোষ জানান না পেরে অবৈধভাবে বিজেপীর পথ আটকাচ্ছে রাজ্য সরকার, কিন্তুু এইভাবে বিজেপীকে আটকে রাখা যাবে না।তৃনমুল কংগ্রেসের এই চক্রান্ত মানুষ বুঝে গেছে।গোটা রাজ্য জুড়ে অশান্তি করছে তৃণমূল কংগ্রেস।আর বিজেপী তার প্রতিবাদ করছে না। মাননীয়া মুখ্যমন্ত্রী সব কিছু জানেন কিন্তুু কিছুই বলছেন না।আমরা গোটা উত্তরবঙ্গ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে দেব বলে জানালেন শঙ্কর ঘোষ।