April 20, 2025 | Sunday | 8:36 AM

10 টিরও বেশি শিশু হাসপাতালে ভর্তি, রোগের বিস্তারের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় পদক্ষেপ

0

TODAYS বাংলা, শ্রেয়া দাস:এক মাস স্থবিরতার পরে, রাজ্যে আবারও করোনা সংক্রমণ বাড়ছে। এতে মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। এবার সেই আশঙ্কার পরিবেশে স্ক্রাব টাইফাসের আশঙ্কা বাড়ছে। কলকাতায় স্ক্রাব টাইফাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। কলকাতায় শিশুদের মধ্যে এই ব্যাকটেরিয়ার সংক্রমণ বাড়ছে। পার্ক সার্কাসের একটি হাসপাতালে, 10 জন শিশু স্ক্রাব টাইফাসে আক্রান্ত। যোধপুরের এক শিশুও স্ক্রাব টাইফাসে আক্রান্ত। তাই সতর্ক স্বাস্থ্য বিভাগ।

রোগ নির্ণয়ের জন্য অতিরিক্ত আইজিএম কিট কেনার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ। রাজ্য রাজ্যের 44টি সরকারি হাসপাতালে কিটগুলিকে ল্যাবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। স্ক্রাব টাইফাসের বাহক হল এক ধরনের পোকা যাকে ট্রম্বিকুলিড মাইট বলে। এই পোকার কামড়ের ফলে স্ক্রাব টাইফাস শরীরে প্রবেশ করে। প্রথমে রোগ নির্ণয় করা গেলে তা মোকাবেলা করা যায়। তবে দেরি হলে মৃত্যুও হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। স্ক্রাব টাইফাসে আক্রান্ত হলে জ্বর হয়। তবে সেক্ষেত্রে বেশ কিছু উপসর্গ দেখা যায়, সেগুলো হলো- মাথাব্যথা, লাগাতার জ্বর, নিম্ন রক্তচাপ, সর্দি, পেটের সমস্যা, হাতে ব্যথা ইত্যাদি।এছাড়াও পোকার কামড়ের স্থানে দাগ থাকে। অন্যদিকে স্ক্রাব টাইফাসের পাশাপাশি উত্তরাঞ্চলে বাড়ছে নাইরোবি ফ্লাইয়ের আতঙ্ক। বেশ কয়েকটি জেলায় নাইরোবি মাছির শিকার ধরা পড়েছে। শিলিগুড়ি শহরে বেশ কিছু মানুষ আক্রান্ত হয়েছেন। সেক্ষেত্রে কামড়ের জায়গাটা ফুলে যাবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *