April 20, 2025 | Sunday | 8:21 AM

ইচ্ছে থাকলেই সব হয় প্রমাণ করলেন পম্পা

0

TODAYS বাংলা, প্রীতি পাত্র: খুব বেশি না হলেও ৩ বছরের সফর মেকআপ আর্টিস্ট হিসেবে পম্পা কুন্ডু দাসের। জীবনে এক দুবার সরকারি চাকরির অফার আসলেও ভালো না লাগার কারনে কাজ করেননি পম্পা। বরাবরই মেকআপ করতে ভালোবাসেন তিনি। কিন্তু সংসারের চাপে কোথাও হারিয়ে গেছিল সবকিছু।

নিজের বাড়ির খেয়াল রাখতে গিয়ে কোথাও নিজের ইচ্ছে গুলো দমে গেছিল পম্পার। কিন্তু প্রথম থেকে যে ইচ্ছে ছিল সেটাতো প্রকাশ পাবেই। সবকিছু বাধা বিপত্তি পেরিয়েই অবশেষে নিজেকে মেকআপ আর্টিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে সফল হয়েছেন তিনি।

শুধু যে মেকআপ আর্টিস্ট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে তা নয় নিজের প্রতিভা সবার সামনে তুলে ধরার জন্য একটি মেকআপ ইনস্টিটিউটের ও উৎঘাটন করেছেন তিনি। অনামিকাস্ মেকওভার বিউটি অ্যাকাডেমি যেটি ৬৪,৪\৫ নরসিংহ অ্যাভিনিউতে অবস্থিত তার অ্যাকাডেমি।

খুব যত্ন সরকারে এখানে তিনি মেকআপ ক্লাস করান । শুধু তাই নয় কোর্স কমপ্লিট হওয়ার পর ISO certified একটি সার্টিফিকেট ও দেওয়া হয়। নিজেকে মেকআপ আর্টিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই ৯৪৭৫৭০৩৯১০ এই নাম্বারে যোগাযোগ করুন। নিজের মেকওভার করতে চাইলেও পম্পা কুন্ডু দাসের সাথে যোগাযোগ করতে পারেন।

পম্পা বলেন, ” সংসারের চাপে সব কিছু হারিয়ে যাচ্ছিল। ভেবেছিলাম আর হয়তো কাজ করতে পারবো না। কিন্তু কখনো হার মেনে নেয়নি। সবকিছু সামলে চেষ্টা করেছি নিজের ভালোলাগাটাকে পূরন করার। আর সেইখান থেকেই আজ আমি এই জায়গায়। ” তিনি আরও বলেন, ” আমার স্বামী আমাকে সাহায্য না করলে আজ এই জায়গায় আমি আসতে পারতাম না। সবার আর্শীবাদেই আমি এখানে। “

সদ্য TODAYS বাংলা -এর ম্যাগাজিনের সাথে কাজ করেছেন তিনি। তার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ” এখানে কাজ করে সত্যিই খুশি হয়েছি আমি। বারবার কাজ করতে চাই TODAYS বাংলা-এর সাথে। “

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *