April 20, 2025 | Sunday | 8:00 AM

প্যান কার্ডে কি সত্যি লোন নেওয়া যাবে? প্রতারকের থেকে সাবধান

0

TODAYS বাংলাঃ সম্প্রতি ফিনটেক প্ল্যাটফর্মে রং ধানি অ্যাপ নিয়ে দারুণ চর্চার সৃষ্টি হয়েছে, বলা যেতে পারে এই অ্যাপটি দারুণ ভাবে নজর কেড়েছে সবার। কিন্তু সেই গোড়ায় গলদ ধরা পরেছে, আসলে এই অ্যাপের মাধ্যমে কোনো জমানত ছাড়াই গ্যারান্টি ছাড়াই লোন দেওয়া হয়ে থাকে। তবে এই অ্যাপের মাধ্যমে লোন নেওয়ার ক্ষেত্রে নিজের কিছু কাগজপত্র দেখানো আবশ্যক যার মধ্যে আধার কার্ড ও প্যান কার্ড অন্যতম

কিন্তু এখানেই শুরু হয়েছে আসল সমস্যা। জানা যাচ্ছে কিছু জালিয়াতির দল অন্যের প্যান কার্ড দিয়ে আধার কার্ড দিয়ে লোন তুলে নিচ্ছে। স্বাভাবিকভাবেই এজন্য ধকল সহ্য করতে হচ্ছে সাধারণ মানুষকে। কিন্তু আপনি কিভাবে বুঝবেন? আপনার প্যান কার্ড ব্যবহার করা হয়েছে কিনা। অনেকেই জানতে পারছে তারা নাকি প্যান কার্ড দেখিয়ে লোন নিয়ে রাখছে ধানি অ্যাপের মাধ্যমে। নিয়মিত কিস্তি দেয় না তারা, যার ফলেই ক্রেডিট স্কোরে প্রভাব পরছে তার।

তবে যদি আপনি জানতে চান কিংবা জানতে পারেন আপনার প্যান কার্ড দিয়ে কোনো লোন নেওয়ার হয়েছে কিনা, তার জন্য ধানি অ্যাপের ইন্ডিয়া বুলসের কাছে অভিযোগ দায়ের করতে পারেন। এই বিষয় নিয়ে দারুণ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। টুইট করে ধানি অ্যাপের এই বর্তমান পরিস্থিতির তীব্র নিন্দা করেছে নেটিজেনেরা। কিভাবে একজন অন্যের প্যান কার্ড নিয়ে লোন নিয়ে থাকতে পারে? ইতিমধ্যেই ধানি অ্যাপের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রতারকেরা একটি নেটওয়ার্ক তৈরি করেছে বলেই মনে করা হচ্ছে। এখন আপনি যেমন সহজেই ক্রেডিট স্কোর জেনারেট করে আপনার প্যান কার্ড সম্পর্কে অবগত হতে পারবেন। এমনকি CIBIL, Equifax, Experian বা CRIF High Mark-এর মতো ক্রেডিট ব্যুরো সমস্ত কিছু ব্যবহার করে সহজেই জানা যাবে আপনার নামে কত গুলো লোন নেওয়ার রয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *