বিরোধী দলে ভাঙ্গন পঞ্চায়েত সদস্য সহ বহু কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান
মালদা, বিশ্বজিৎ মন্ডল; বিরোধী দলে ভাঙ্গন অব্যহত। মানিকচকের ভুতনী উওর চন্ডী পুরের প্রধান সহ বিভিন্ন বিরোধী দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান।তাদের হাতে দলীয় পতাকা তুলে মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিএী মিএ।বরিবার,ভুতনী উওর চন্ডীপুর তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেই মঞ্চ থেকে কংগ্রেসের প্রধান সহ চারজন সদস্য,কিষান জাতির আটজন সদস্য এবং বিজেপি দলের একজন গ্রাম পঞ্চায়েত সদস্য সহ মোট তেরো জন গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিএী মিএ,মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মন্ডল,সহিদুল হক সহ তৃণমূল কংগ্রেস অঞ্চল নেতৃত্ব।ফলে উওর চন্ডীপুর গ্রাম পঞ্চায়েত দখল করলো তৃণমূল।
মালদা থেকে বিশ্বজিৎ মন্ডল এর রিপোর্ট