April 20, 2025 | Sunday | 5:29 PM

পাপিয়া ঘোষ এখন গোটা উত্তরবঙ্গের সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব

0

TODAYS বাংলা: জেলা সভাপতি হিসাবে দুদুটো কঠিন জায়গা থেকে দলকে জিতিয়ে এনেছেন।তার কথায় এখন এগিয়ে চলেছে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস। পাপিয়া ঘোষ এখন গোটা উত্তরবঙ্গের সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্য।তৃনমুল কংগ্রেসের প্রতিষ্ঠাদিবস উপলক্ষে শিলিগুড়ি থেকে প্রায় দেড়শো জন যুব কর্মী গতকাল কলকাতার উদ্দেশ্য রওয়ানা দিলো।গতকাল তাদের এনজেপী ষ্টেশনে বিদায় জানাতে এসেছিলেন সভানেত্রী।

শুধু বিদায়ই জানালেন না কে কিভাবে যাবেন এবং কোথায় থাকবেন,ট্রেনে কে কি টিফিন নিয়েছেন আর সবার কাছে ঠিকমত টাকা আছে কি না সেটাও তিনি জিঞ্জাসা করলেন।জানালেন বাচ্চাদের জন্য তো চিন্তা হবেই।ওরা ঠিকমত গিয়ে ঠিকমত ফিরে আসুক। তিনি আরো জানালেন আমি সব রকমের ব্যাবস্থা করে রেখেছি। কোন অসুবিধা হবে না ওদের।এদিন প্রায় দেড়শোজন যুব কিশোর তৃণমূল কর্মী আলাদা আলাদা করে কলকাতা গেলেন দার্জিলিং মেল এবং পদাতিক এক্সপ্রেসে।তাদের প্রত্যেকের হাতে রাতের টিফিন জল এবং বিষ্কুট তুলে দেন জেলা সভাপতি।জানালেন আমি আছি ওদের সাথে।কোন অসুবিধা হবে না।শুধু তাই নয় প্রত্যেকের ফোন নং রেখেছেন তিনি জানিয়েদিয়েছেন কোন অসুবিধা হলেই তাকে ফোন করে জানাতে।শুধু তাই নয় তাদের ফেরার টিকিটও করে রেখেছেন তিনি। এইরকম জেলা সভাপতিকেই চাইছিল দার্জিলিং এর তৃণমূল কংগ্রেসের সাধারন মানুষ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *