ছোটো থেকেই সুন্দরতার প্রতি একটা আলাদাই আর্কষন পারোর
TODAYS বাংলা :
প্রীতি পাত্র: ছোটো থেকেই সুন্দরতার প্রতি একটা আলাদাই আর্কষন ছিল পারো হালদার -এর । বরাবরই নিজেকে সাজিয়ে তোলার থেকে অন্য কাওকে সাজিয়ে তুলতেই তিনি ভালোবাসেন। আর তাই মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার পথে পাড়ি দিয়েছেন। মাত্র ৮-৯ মাসের সফর মেকআপ আর্টিস্ট হিসেবে। এই কদিনেই প্রায় সব ধরনের মেকআপ করার প্রক্রিয়া রপ্ত করেছেন পারো। বিভিন্ন জায়গায় কাজও করেছেন মেকআপ আর্টিস্ট হিসেবে।




সদ্য TODAYS বাংলা শ্রেষ্ঠ শারদ বাংলা ২০২২ দ্বিতীয় বর্ষের ব্যানার শ্যুটেও মেকআপ আর্টিস্ট
হিসেবে কাজ করেছেন পারো হালদার। অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ” এত সুন্দর অভিজ্ঞতা আর কোথাও হয়নি এর আগে।

সত্যি এখানে কাজ করে খুব ভালো লেগেছে আমার। এখানকার প্রত্যেকটি মানুষ খুব সাহায্য করেন। আমি এখানে আরও কাজ করতে চাই।

” কেউ যদি পারো হালদারের কাজে নিজের মেকওভার করতে চান তাহলে ৯৮০৪০৮৮৮১৮ এই নাম্বারে যোগাযোগ করূন।