‘আলুর চপ চাই…’, অটল পার্থ চট্টোপাধ্যায় বলেছেন ‘কেয়ার করবেন না’ জেলে ডাক্তারদের আপত্তি
TODAYS বাংলা, শ্রেয়া দাস: ‘আলুর চপ’ এবং ‘বেগুনি’ জেলের ক্যান্টিনে ভাজা হচ্ছে। খবর শুনে তিনি অনড় হয়ে যান এবং বকাঝকা শুরু করেন, “মুঝে আলোর চপ-বেগুনী চাহিয়ে।” সোমবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আবেদন মঞ্জুর করে কারা কর্তৃপক্ষ। প্রেসিডেন্সি জেল এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু। Couetesy – মমতা ব্যানার্জির প্রাক্তন ‘ডান হাতের মানুষ’ পার্থ চ্যাটার্জি। তার ছোটখাটো বিষয়েও নজর রাখছে কারা কর্তৃপক্ষ। এ দিন পার্থ জেল অফিসে তার আইনজীবীর সঙ্গে পনের মিনিট কথা বলেন। পার্থ সকালে চা আর বাটার টোস্ট খেয়েছিল। দুপুরে ভাত-ডাল-তরকারি। বিকেলে জেল আধিকারিকরা পার্থর সেলে গেলে প্রাক্তন মন্ত্রী তাঁদের জানান যে তিনি ‘আলোর চপ’ খেতে চান।

তার দাবি শুনে জেলের চিকিৎসকরা আপত্তি জানান। কিন্তু আপত্তি শুনতে রাজি হননি সাবেক মন্ত্রী। তার আগেই জেলের ক্যান্টিনে গরম গরম চপ ও ভাজা তৈরি হচ্ছে বলে খবর পেয়েছিলেন তিনি। অবশেষে অনুমতি দিলেন চিকিৎসকরা। কারা সূত্র জানায়, ক্যান্টিন থেকে পার্থকে দুটি ‘আলুর চপ’, দুটি ‘বেগুনি’ ও ‘মুড়ি’ দেওয়া হয়। বিচারাধীন বন্দিরা জেলের ক্যান্টিন থেকে নিজের টাকায় যেকোনো খাবার কিনতে পারবেন। তবে পার্থর খাবার নিয়ে চিকিৎসকদের নানা নিষেধাজ্ঞা রয়েছে। আর তাকে চিকিৎসকদের নির্দেশিত ডায়েট অনুযায়ী খাবার দেওয়ার নির্দেশ দেন আদালত। তবে জেলের চিকিৎসকদের মতে, ভাজা ভাজা এক দিন খাওয়া যাবে।