সেক্স টয়স, মানি, গোল্ড… এসবের পর পার্থ চ্যাটার্জির সাথে আরেক অন্তরঙ্গ বন্ধুর ছবি ভাইরাল
TODAYS বাংলা, শ্রেয়া দাস : সেক্স টয়স
, মানি, গোল্ড… চক্ষু চড়কগাছ প্রকাশের পর, পার্থ চ্যাটার্জিকে আরেক অন্তরঙ্গ বন্ধু
-এর সাথে দেখা যায় – ছবি ভাইরাল মানি, সম্পত্তি, সোনার পাহাড় এবং ‘সেক্স টয়স’। গত কয়েকদিনে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে এই সব কথা জড়িয়েছে। তৃণমূলের অগ্রগণ্য নেতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত হিসাবে পরিচিত, সাবলীল রাজনীতিকের ফুলে যাওয়া সম্পত্তি প্রায় চোখে পড়ার মতো।

পাশাপাশি পার্থ চ্যাটার্জির ‘অন্তরঙ্গ বন্ধু’ অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে বেশ গুঞ্জন চলছে। আর এর মধ্যেই সামনে এল একটি ছবি। যেখানে দেখা যায়, একজন মহিলা গয়না কিনছেন, আর পার্থ চ্যাটার্জি তার সামনের চেয়ারে বসে আছেন। শনিবার ছবিটি সামনে এসেছে। সূত্রের খবর, এটি মধ্যমগ্রামের একটি অলঙ্কারের দোকানের ছবি। মনে হয় পার্থ একটা চেয়ারে বসে আছে। তার পরনে একটি মেরুন হাফ-হাতা পাঞ্জাবি এবং সাদা পায়জামা, মুখে সার্জিক্যাল মাস্ক।

তিনি যাকে দেখছেন তিনি একজন মহিলা। পরনে কালো শাড়ি, খোলা চুল। কিন্তু মুখ দেখা যাচ্ছে না। পেছন থেকে তোলা ছবিতে বোঝা যাচ্ছে ওই মহিলা দোকানে গয়না কিনতে এসেছেন। সেলস গার্লরা তাকে গয়না বেছে নিতে সাহায্য করছে। কিন্তু মহিলাটি কে তিনি নিজে গয়না কিনছেন নাকি পার্থ তার জন্য কিনছেন এই সব প্রশ্নের উত্তর এখনও মেলেনি। তবে ছবি প্রকাশ্যে আনতে অনেকেই টু-বাই টু দিচ্ছেন। অনেকেই মনে করেন সামনের চেয়ারে বসা মহিলা অর্পিতা মুখোপাধ্যায়। নাকি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবির ওই মহিলা পার্থর আরেক ‘অন্তরঙ্গ বন্ধু’ সেই প্রশ্নও তুলেছেন নেটিজেনরা। ইতিমধ্যেই মোটামুটি পরিষ্কার যে অর্পিতা মুখোপাধ্যায় পার্থর ঘনিষ্ঠ ছিলেন। কিন্তু অর্পিতাই পার্থর জীবনের শেষ নারী নন! সূত্রের খবর, পার্থর ঘনিষ্ঠ হিসেবে আরও অনেক মহিলার নাম সামনে এসেছে। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এমন একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা সহ আরও অন্তত চারজন মহিলা এগিয়ে এসেছিলেন। উল্লেখ্য, অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে শুধু ২৮ কোটি টাকা নয়, প্রচুর সোনার গয়না উদ্ধার করা হয়েছে। এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া প্রতিমন্ত্রীর এই ছবি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। একটি সূত্রের খবর, ওই ছবি মধ্যমগ্রামের একটি অলঙ্কারের দোকানের। গত বছর দুর্গাপুজোর সময় ওই দোকানে গিয়েছিলেন পার্থ। তবে সঙ্গী নারী কে তা জানা যায়নি। তবে জল্পনা হচ্ছে ‘অন্তরঙ্গ বন্ধু’ অর্পিতার সঙ্গে গিয়েছিলেন পার্থ। গত শুক্রবার পার্থর বাড়িতে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাকে জিজ্ঞাসাবাদ করার পরে, আধিকারিকরা টালিগঞ্জে তাঁর ‘অন্তরঙ্গ বন্ধু’ অর্পিতা মুখোপাধ্যায়ের অভিজাত বাসভবনে পৌঁছেছেন। সেখান থেকে উদ্ধার হয়েছে প্রায় ২২ কোটি টাকা। 79 লাখ টাকার গয়না, 18টি মোবাইল ফোন। পরে অর্পিতার বেলঘরিয়া ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রায় ২৮ কোটি টাকা। সোনা ও রৌপ্য মুদ্রার পাশাপাশি পাওয়া গেছে গয়না, ‘সেক্স টয়’ও। আদালতের নির্দেশে অর্পিতা ও পার্থ ৩ আগস্ট পর্যন্ত ইডি-র হেফাজতে রয়েছে।