খট্টিমারী বাজারে প্রয়াত তৃণমূল কর্মী রতন বর্মনের প্রয়াণ দিবস শ্রদ্ধার সাথে পালন করল দলীয় কর্মীরা
TODAYS বাংলা: উল্লেখ্য ২০১৩ সালে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন চলাকালীন আজকের দিনে রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু হয় তৃণমূল কংগ্রেস কর্মী স্বর্গীয় রতন বর্মনের। এরপর থেকে প্রতিবছর দলীয় কর্মীর প্রয়াণে তার প্রতি শ্রদ্ধা জানাতে প্রয়াণ দিবস পালন করে দলীয় কর্মীরা। বুধবার সকালে সেই কারণেই খট্টিমারী বাজারের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সামনে প্রয়াত তৃণমূল কংগ্রেস কর্মী স্বর্গীয় রতন বর্মনের প্রতিকৃতিতে মাল্যদান এবং শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তার প্রয়ান দিবস পালিত হয়।

এদিন সেখানে উপস্থিত ছিলেন প্রয়াত তৃণমূল কংগ্রেস কর্মীর মা সুধা রানী বর্মন,পুত্র প্রলয় বর্মন, বুড়িরহাট দু’নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মদন বর্মণ, অন্যতম অঞ্চল তৃণমূল নেতৃত্ব ফণিভূষণ বর্মন, বুথ সভাপতি নিমাই দাস সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীরা।
