পাসওয়ার্ড নাকি টুথব্রাশ
TODAYS বাংলাঃ যুগের পরিবরতনের সাথে সাথে মানুষের পরিবর্তন হচ্ছে, সেইমতো মানুষ ও এগিয়ে যাচ্ছে এবং মানুষ ততই স্বাধীনচেতা হয়ে ঘুরে বেরচ্ছে। এবং ততই ভুল করছে কারন অতিরিক্ত প্রজুক্তির যুগে কোনটা ঠিক কোনটা ভুল মানুষ ভুলে গেছে বিচার করতে। এখন হামেশাই হচ্ছে লোক ঠোকানোর ধান্দা। আমরা সকলেই এখন এমন এক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যে এইসময় বাইরে বেরতেও ভয় লাগছে আবার দরকারি জিনিসপত্র কিনতেও হবে, এই পরিস্থিতে আমাদের বাড়িতে থেকেই সমস্ত কিছু করতে হচ্ছে। তাই বেশি করে আমরা অনলাইন শপিং -এ নির্ভর হয়ে যাচ্ছি, যার জন্য আমরা বেশি করে প্রতারনার ফাঁদে পড়ছি।
সম্প্রতি একটা ঘটনা আমাদের সকলের সামনে এসেছে এমনিতেও নানান বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের সতর্ক করে চলেছে তাও আমরা সতক হচ্ছি না। তাই লালবাজার থেকে নয়া উদ্যোগ নেওয়া হয়েছে যে, ওনারা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে টুথব্রাশের সাথে অভিনয় করে বোঝাতে চাইছেন যে আমাদের পাসওয়ার্ড কিংবা আমাদের গোপন তথ্য যেন কিছুতেই লকজনের কাছে ফাঁস না হয়ে যায়। তাই এখানে টুথব্রাশের সাথে তুলনা করা হয়েছে, যেহেতু টুথব্রাশ কার সাথে শেয়ার করতে নেই তেমন আমাদের পাসওয়ার্ড ও কারো সাথে শেয়ার করতে নেই। যেমন আমাদের পাসওয়ার্ড ভাল কাজে ব্যাবহার হয় তেমন আমাদের টুথব্রাশও ভাল কাজে ব্যাবহার হয়। আমাদের রক্ষকদের এত সুন্দর কাজ দেখে সকলে তাদের স্যালুট জানিয়ে সম্মান্বিত করেন।