April 20, 2025 | Sunday | 8:01 AM

ফের শহরে পর্নোগ্রাফির প্রস্তাব অভিনেত্রী পায়েল সরকারের কাছে

0

TODAYS বাংলা অভিনেত্রী পায়েল সরকার – যিনি নয় বছর ধরে টলিউড ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, যিনি এই একসাথে তিনটি ধারাবাহিক জোর কদমে চালাচ্ছেন, সান বাংলার অগ্নি শিখা , কালারস বাংলার মন মানে না এবং জয় জগন্নাথ ধারাবাহিকের মাধ্যমে সকল মানুষের মন কেড়েছেন। সেই পায়েল সরকার কে কিছুদিন আগে ফেইসবুক নামক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পর্নো অথবা নীল ছবিতে অভিনয় করার প্রস্তাব দিলেন, শুধু তাই নয় পুরুষদের লিঙ্গ র ছবি পাঠাতে থাকে এবং তার সাথে অশ্লীল সব মেসেজ। টাকার প্রলোভন বলতে গেলে, দৈনিক ৭ হাজার টাকা করে ইনকাম র কথা বলে এই শুটের মাধ্যমে। পায়েল সরকার তৎক্ষণাৎ কোলকাতা পুলিশকে সবই জানায় এবং প্রশাসনের সাহায্য নিয়ে ব্যারাকপুর সাইবার ক্রাইমে সব স্ক্রীনশট, মেসেজ এবং ফটো শুদ্ধ পোষ্ট করে। প্রশাসন থেকে ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে। পায়েল সরকার জানায় খুব তারাতারি প্রশাসন এগিয়ে আসছে। উনি আরো জানায় পরবর্তী কালে যত নুতুন প্রজন্ম রা আসছে অভিনয়ের জন্য তাদের খুব ভালো করে সতর্ক থাকা উচিৎ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *