পুজোর প্ল্যানে জমিয়ে মজা অভিনেত্রী পায়েল সরকারের
TODAYS বাংলা: ৮ বছর রানিং অভিনয় করছেন পায়েল সরকার। এই মুহূর্তে কালার্স বাংলার ” জয় জগন্নাথ” ধারাবাহিকে সুভদ্রা র চরিত্র করছেন। আর একটি ধারাবাহিকের শুটিং লক্ষ্মী পুজোর পর থেকে শুরু হবে, এখন প্রমো শুটিং চলছে। তবে তার নাম বলা যাবে না এই মুহূর্তে। ক্রমশ প্রকাশ্য।
এমনকি সেনকো গোল্ডের ব্র্যান্ডিং মডেল পায়েল। কিছুদিন আগেই সেনকোর সব শুট কমপ্লিট হলো। পুজোতে ২৫০০ হোর্ডিং উঠছে তার। রেড রক্স ফিটনেস জিম, অভিনন্দন ইলেকট্রিকস, মনজিনিস র বিজ্ঞাপন শুট কমপ্লিট করলেন তিনি। ২৪ তারিখ সোদপুর ” ফ্যাশন জোন” unisex পার্লার র বিজ্ঞাপন শুট আছে। চতুর্থীর দিন বেহালা ফ্যাশন গ্র্যান্ড ইভেন্ট সিজন ২ র ফাইনাল যেখানে চিফ গেস্ট হিসাবে থাকছেন পায়েল।

১) পুজোয় কি প্ল্যান ?
- পুজোয় কি প্ল্যান বললে কম বলা হবে। পুজোয় এত প্ল্যান এইরকমই বলা ভালো। আমার পুজো মোটামুটি মহালয়া র দিন থেকে শুরু হয়ে যাচ্ছে। মহালয়ার দিন প্রথমে সকালে কিছু দুস্থ মানুষকে নিজের হাতে খিচুড়ি, লাব্রার তরকারি, চাটনি, পাঁপড় খাওয়াচ্ছি। তারপর মন্দিরে পুজো। সেদিন থেকে কোলকাতা শহরে আমার ২৫০০ হোর্ডিং উঠছে। সেনকো গোল্ড , রেড রক্স ফিটনেস জিম, মনজিনিস এবং অভিনন্দন ইলেকট্রনিক্স এই ব্র্যান্ড গুলোর পক্ষ থেকে হোর্ডিং উঠছে। তারপর প্রথমার দিনে বরানগরে আমার পুজো উদ্বোধন। চতুর্থী র দিন একটি রিয়ালিটি শো র চিফ গেস্ট হিসেবে যাচ্ছি। পঞ্চমী র দিন বাগবাজার সর্বজনীন দুর্গোৎসব এ মন্ত্রী সশী পাঞ্জা আন্টির সাথে উদ্বোধন। ষষ্ঠী থেকে টানা পরিক্রমা।
২) অনলাইন শপিং নাকি কলকাতার মার্কেটে ঘুরে শপিং ?
- আমি এইবার দুটোই করেছি। অনলাইন এবং কোলকাতার মার্কেট ঘুরে। আমি সত্যি বলতে অনলাইন শপিং এ এখনো ঠকি নি।

৩) অষ্টমীতে শাড়ি?
- একদমই তবে একটু বোল্ড স্টাইলে।
৪) পুজোর ৪ টে দিন কিরম কাটাবেন?
- এক কথায় যদি বলে পুজোর ৪ দিন ৪ রকম ভাবে কাছের মানুষের সাথে পুজো পরিক্রমা করবো এবং একটা দিন কাছের মানুষকে নিয়ে
” কাছের মানুষ ” ছবি টি দেখবো।

৫) পুজোয় কলকাতায় নাকি ঘুরতে যেতে ভালো লাগে ?
- একদমই। পুজোয় আমার কাছে শুধু কোলকাতা