April 19, 2025 | Saturday | 11:39 PM

প্রয়াত হলেন চিকিৎসক বৈদ‍্যনাথ চক্রবর্তী, শোকবার্তা মুখ‍্যমন্ত্রীর

0

TODAYS বাংলা : প্রয়াত স্ত্রীরোগ বিশেষজ্ঞ তথা ভারতের কৃত্রিম প্রজনন বিদ্যার অন্যতম পথপ্রদর্শক বৈদ্যনাথ চক্রবর্তী। শুক্রবার সকাল ৯টা ৪০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । বয়স হয়েছিল ৯৪ বছর।

গত ১৭ মার্চ থেকে বৈদ্যনাথ সেরিব্রাল স্ট্রোক, নিউমোনিয়া-সহ একাধিক রোগে আক্রান্ত হয়ে এক বেসরকারি হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন। গত বছর কোভিডেও আক্রান্ত হন তিনি।

তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় তিনি লিখেছেন, ‘ভারতে আইভিএফ বা কৃত্রিম উপায়ে প্রজনন অর্থাৎ নলজাতক গবেষণা ও চিকিৎসার ক্ষেত্রে তিনি ছিলেন অগ্রগণ্য।

এই বর্ষীয়ান চিকিৎসকের প্রতিষ্ঠিত ইনস্টিটিউট অফ রিপ্রোডাক্টিভ মেডিসিন অগণিত নিঃসন্তান দম্পতিকে সন্তানলাভে সাহায্য করেছে। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১৯ সালে ‘বিশিষ্ট চিকিৎসা সম্মান’ (লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড)-এ ভূষিত করে।

তাঁর মৃত্যুতে চিকিৎসা ও গবেষণা জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি চিকিৎসক বৈদ্যনাথ চক্রবর্তীর আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *