শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বেশ কয়েকটি থানার পুলিশ অফিসারদের রদবদল করা হলো
TODAYS বাংলা: শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বেশ কয়েকটি থানার পুলিশ অফিসারদের রদবদল করা হলো।শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানার অফিসার ইনচার্জ সমির তামাং পদোন্নতি পেয়ে জলপাইগুড়ি জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ইনস্পোক্টর পদে যোগদান করলেন।
অন্যদিকে তার জায়গায় নিউ জলপাইগুড়ি থানায় ওসি পদে দায়িত্ব পেলেন পার্থ সারথি দাস,তিনি ভক্তিনগর থানার আশীঘর ফাঁড়ির ওসি ছিলেন।

অপরদিকে
শিলিগুড়ির পানিট্যাংকি ফাঁড়িতে ওসির দায়িত্ব পেলেন এনজেপি থানার সেকেন্ড অফিসার রণজিৎ কুমার পাল।।
আশিঘর ফাঁড়ির নতুন অফিসার ইনচার্জ হচ্ছেন সুদীপ কুমার দত্ত,তিনি পানিটাঙ্কি ফাঁড়ির ওসি ছিলেন।
অন্যদিকে মিলনপল্লী ফাঁড়ির ওসি সজল রায় কে বদলি করে পাঠানো হল শিলিগুড়ি স্পেশাল ব্রাঞ্চে।মিলনপল্লী ফাঁড়িতে নতুন ওসির দায়িত্ব পেলেন হিরু কান্তি সরকার তিনি ব্যাগডগরা এয়ারপোর্টের ওসি ছিলেন।
এনজেপি থানার এসআই প্রদীপ কুমার রাহা দায়িত্ব পেয়েছেন বাগডোগরা এয়ারপোর্ট ওসির পদে।