শালবাড়িতে একটি রেস্তোরাঁয় পুলিশের হানা, উদ্ধার লক্ষাধিক টাকার বিদেশী মদ-গ্রেফতার ১০
TODAYS বাংলা: রেস্তোরাঁর আড়ালে অবৈধভাবে চলছিল বার।যৌথভাবে সেই বারে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার বিদেশী মদ সহ ১০ জনকে গ্রেফতার করল স্পেশাল অপারেশন গ্রুপ ও প্রধাননগর থানার পুলিশ।ধৃতদের নাম অশোক ছেত্রী(৫৩), নেত্রা রাই(২৭), প্রমেশ যোগী(৩৩), পবন গুরুং(১৯), উজ্জ্বল রাই(২৫), ইলমা লেপচা(২১), আদিত্য দাহাল(২১), করণ মঙ্গর(২২), শেওয়াট মঙ্গরাতি(২০) এবং রিশপ থাপা(২২)।

জানা গিয়েছে, এসওজি গোপন সূত্রে খবর পায় যে শালবাড়িতে একটি রেস্তোরাঁয় অবৈধভাবে বার চালানো হচ্ছে।প্রকাশ্যে চলছে মদ বিক্রি।খবর পেয়ে গভীর রাতে প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশকে নিয়ে রেস্তোরাঁয় অভিযান চালায় এসওজি।

সেই রেস্তোরাঁ থেকে উদ্ধার হয় ৩ লক্ষ টাকার বিদেশী মদ।ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, রেস্তোরাঁয় বার চালানোর কোনো লাইসেন্স ছিল না।এই কারণে ম্যানেজার সহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।