April 20, 2025 | Sunday | 12:01 PM

ইঁদুরের উপদ্রবে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত মিষ্টি আলু চাষীরা।

0

TODAYS বাংলাঃ আলু চাষীরা বুঝে উঠতে পারছে না করবে কি। ঘটনা ত্রিপুরা তেলিয়ামুড়া মহকুমা কৃষি দপ্তরের অধীন বালুছড়া এলাকার। ঘটনার বিবরণে প্রকাশ, এই বালুছড়া এলাকায় প্রায় ৪০ টি কৃষক পরিবার কৃষির উপর নির্ভর করেই তাদের জীবিকা নির্বাহ করে।বালুছড়া এলাকার কৃষকদের একমাত্র রোজগারের রাস্তা কৃষিকাজ, নেই কোনো বিকল্প রোজগারের পথ। এবছর বালুছড়া এলাকার কৃষকরা তাদের কৃষি ক্ষেতে ফলিয়েছিল মিষ্টি আলু। কিন্তু মিষ্টি আলু ফলিয়ে আর লাভের মুখ দেখতে পাইনি বালুছড়া এলাকার কৃষকরা। কারণ, অন্যান্য বছরগুলোর তুলনায় এবছর মিষ্টি আলুর আকারও অনেকাংশেই ছোট, আলুর আকার ছোট হওয়ার দরুন বাজারেও আলু সঠিকভাবে বিক্রি করতে পারছে না কৃষকরা। তার উপর রয়েছে কৃষি ক্ষেতে গেছো ইঁদুরের উপদ্রব। বিশেষ করে রাতের অন্ধকারে গেছো ইঁদুরের দল মিষ্টি আলুর ক্ষেতে প্রবেশ করে, মাটির নিচ থেকে ইঁদুরের দল মাটি খুঁড়ে গর্ত করে মিষ্টি আলু নষ্ট করে দেয়। ফলে, এই ইঁদুরের উপদ্রবে চিন্তিত এলাকার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত মিষ্টি আলু চাষিরা।

কৃষকদের অভিমত, উৎপাদিত মিষ্টি আলুগুলি বাজারজাত করলেও তেমন কোনো মুনাফা বা লাভের মুখ দেখতে পাবেনা বলে অভিমত ব্যক্ত করে মিষ্টি আলু চাষীরা। একদিকে উৎপাদিত মিষ্টি আলুগুলি সরস, অন্যদিকে ইঁদুরের উপদ্রব। অন্যদিকে মিষ্টি আলু চাষিদের অভিযোগ যে, তাদের এই সমস্যার বিষয়ে কৃষি দপ্তর থেকে কোনো প্রকারের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি। যার ফলে মিষ্টি আলু চাষী’রা বুঝে উঠতে পারছে না এই ক্ষতির পর ‘করবে টা তো করবে কি’?ভিও।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *