প্রতিকুলতাকে জয় করেই আজ প্রতিষ্ঠিত পৃথা
TODAYS বাংলা, প্রীতি পাত্র: জীবনে চলার পথে প্রতিকুলতা তো অনেক আসবেই কিন্ত সেই প্রতিকুলতা কে জয় করে নিজের লক্ষে দৃড় থাকাটাই জীবনের আসল মানে। বাবা মা -এর একমাত্র সন্তান এবং শশুর বাড়িতেও একমাত্র পুত্রবধূ, তার জন্য আর অনান্য সবার থেকে তার দায়িত্বটাও হয়তো একটু বেশি।

আর এই পরিস্থিতিতে সবকিছু সামলে নিজের স্বপ্নটাকে পূরন করা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে দাঁড়ায়। কিন্তু তবুও হার মানেনি পৃথা ভট্টাচার্য। নিজের সাংসারিক দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় হয়তো অনেক ভালো কাজ তাকে ছেড়ে দিতে হয়েছে তবুও কিন্তু তিনি হার মানেনি।

একজন মডেলার হিসেবে ইন্ড্রাস্ট্রিতে প্রায় চার বছরের সফর। শুরুটা হয়েছিল তার একটি খ্যাত কোম্পানির হাত ধরেই। সেখান থেকেই নিজেকে তৈরি করা। আর সেখানেই তাকে মিস এশিয়া কনটেস্টে নিয়ে যাওয়া হয়েছিল ।

সেখানে তিনি জয়ীও হয়। আর তারপর থেকেই মডেল হিসেবে তার পথ চলা শুরু। ৪ বছরে বেশ ভালোই পরিচিতি করিয়েছেন ইন্ড্রাস্ট্রিতে একজন মডেল হিসেবে। বেশ কয়েকটি ব্যান্ডের সাথে ফটোশুটে কাজও করেছেন। কিন্তু ম্যাগাজিন শ্যুট প্রথম করতে চলছেন TODAYS বাংলা -এর সাথে।

তিনি বলেন, ” ভালো কাজ করতে কার না ভালোলাগে। ম্যাগাজিনের এক পাতা জুড়ে আমার ছবি থাকবে এটা দেখতে ভালো লাগবেনা সেটা কখনও হয়। TODAYS বাংলা কে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এই সুযোগে করে দেওয়ার জন্য।

হঠাৎ নিজেকে মডেল হিসেবে কেন প্রতিষ্ঠিত করার ইচ্ছে হল! এই নিয়ে পৃথা বলেন, আমার মনে হয় ছোটো থেকে সবারই ইচ্ছে থাকা নিজেকে টিভির পর্দায় দেখার।

আর আমার সেই ইচ্ছে থেকেই হয়তো এখানে আসা। নিজেকে নিয়ে স্বপ্ন তো অনেক আছে কিন্তু তার মধ্যে বাঁধাও আছে। উপেক্ষা করার তো রাস্তা নেই সবকিছু কে মানিয়ে নিয়েই চলছি। “