নিজেকে গড়ে তোলার ইচ্ছেটা যে কখন ভালোবাসায় রুপান্তরিত হয়েছে তা বুঝতেও পারেননি প্রিয়া
প্রীতি পাত্র: নিজেকে প্রতিষ্ঠিত করতে সবার সামনে নিজেকে তুলে ধরার জন্য এমন নানান কারন নিয়ে সবাই মডেল হিসেবে কাজ শুরু করে থাকেন। কিন্তু কখন যে সেটি ভালোলাগার জায়গায় চলে যায় তা বোঝার আর সময় থাকেনা। প্রিয়া দাস।

নিজেকে প্রতিষ্ঠিত করতে নিজেকে সবার শীর্ষে দেখতে মডেল হিসেবে নিজের যাত্রা শুরু করেছিলেন। কিন্তু ৪ বছরের সফরে কখন যে এটা ভালোলাগায় রুপান্তরিত হয়েছে তা বুঝতেও পারেননি প্রিয়া। নিজের সাফল্যের সিঁড়ি গুনতে ব্যাস্ত হয়ে পড়েছেন তিনি। তিন বছরে একাধিক কাজ করেছেন তিনি।

ম্যাগাজিন শ্যুট ব্যানার শ্যুট ও করেছেন তিনি কিন্তু তার মতে TODAYS বাংলা – এর সাথে কাজ করে সবথেকে বেশি খুশি হয়েছেন তিনি। প্রিয়া বলেন, ” এর আগেও তো অনেক জায়গায় কাজ করেছি কিন্তু এখানে যে পরিবেশ সেটা আর কোথাও নেই। TODAYS বাংলা – এর জন্যই আজ কত মডেল মেকআপ আর্টিস্টরা কাজ করার সুযোগ পেয়েছে।

আমাদের মত মধ্যবিত্ত পরিবারের মেয়েদের এইভাবে সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ TODAYS বাংলা কে। এইভাবেই যেন সব দিন আমাদের পাশে থাকে TODAYS বাংলা এই আশায় রাখবো। আগামীদিনে আরও কাজ করতে চায় ওনাদের সাথে। অসংখ্য ধন্যবাদ এই জায়গাটা দেওয়ার জন্য। “

সদ্য TODAYS বাংলা শ্রেষ্ঠ শারদ বাংলা ২০২২ দ্বিতীয় বর্ষের ব্যানার শ্যুটেও কাজ করতে চলেছেন প্রিয়া দাস। এই নিয়ে তিনি বলেন, ” আগেও বলেছি আবারও বলছি কাজ তো অনেক ধরনেরই করেছি কিন্তু যখনই TODAYS বাংলা – এর সাথে কাজ করার প্রসঙ্গ আসে তখনই সবসময়ই আগ্ৰহের
সাথে অপেক্ষা করি। আবার এটাতো দুর্গো পুজোর শ্যুট তার জন্য তো অপেক্ষা করতেই হবে। খুব খুশি আমি। শুধু কয়েক দিনের অপেক্ষায়। ” শুধু প্রিয়া এমন সব মডেলদের পাশে সবসময় রয়েছে TODAYS বাংলা। আপনাদের চলার পথ আরও সুখময় হোক এই আমদের কামনা।

আমাদের সকল দর্শকদের জন্য বিশেষ ঘোষণা, আপনারাও যদি এমন সুযোগ পেতে চান TODAYS বাংলা শ্রেষ্ঠ শারদ বাংলা ২০২২ ” দ্বিতীয় বর্ষ ” ব্যানার শ্যুটে কাজ করার , তাহলে না ভেবে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আমরা আপনাদের সুযোগ দেব, এগিয়ে যাওয়ার পথপ্রদর্শক হবো আমরাই। আমাদের মাধ্যমেই নিজেদের অভিজ্ঞতার সীমানাটা আর দীর্ঘ ও সুন্দর করে তুলুন।
