স্পোর্টস- নৃত্য – অভিনয়- মডেল, সবকিছুতেই পারদর্শী প্রিয়া
TODAYS বাংলা,প্রীতি পাত্র: একাধারে ৪০০ মিটার দৌড়ে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন, আবার তার সাথে মেগা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ও বটে। কিন্তু এখানেই শেষ নয় এখন একজন মডেল ও নৃত্য শিক্ষিকা হিসেবে সবার কাছে পরিচিত তিনি, আর তার সাথে পাল্লা দিয়ে অভিনয় তো চলছেই।


এককথায় বহুমুখী প্রতিভার অধিকারী। এই বহুমুখী প্রতিভার অধিকারী আর কেউ নয় তিনি হলেন প্রিয়া মুখ্যার্জী। অভিনয় জগতে প্রায় ৭-৮ বছর কাজ করছেন কিন্তু মডেল হিসেবে সবে ৩ বছরের অভিজ্ঞতা।

তাতেই কাঁপিয়ে তুলেছে ফ্যাশন ইন্ড্রাস্ট্রি। অভিনয় থেকে হঠাৎ মডেলিং কেন! সেই উত্তরে তিনি বলেন, ” ফ্রেম পেতে কে না ভালোবাসে । অনেকদিন থেকেই মডেল হিসেবে কাজ করার ইচ্ছে কিন্তু সম্ভব হয়নি। তারপর হঠাৎ করে একদিন চলেই এলাম। আর অভিনয় থেকে এইটার প্রতি আমার বেশি ভালোবাসা


মডেলিং মাত্র তিন বছরের অভিযান আর এই তিন বছরেরই একাধিক কাজ করেছেন তিনি। বিভিন্ন নামীদামী কোম্পানির সাথে ম্যাগাজিন ও ক্যালেন্ডারের শ্যুট করেছেন। তিন বছরের মডেলিং প্রফেশানে তার সবথেকে বড়ো পাওনা হল BEST MODEL OF THE YEAR 2022 সম্মান।

পরবর্তী কালে TODAYS বাংলার ম্যাগাজিনে একজন মডেল হিসেবে তিনি কাজ করতে চলছেন। এই তিনি বলেন, ” অনেক দিন ধরে TODAYS বাংলা-এর নাম শুনে আসছি। অনেক ইচ্ছে মডেল হিসেবে এখানে কাজ করার। আর সেই সুযোগ পেয়ে আমি সত্যিই খুব গর্বিত। ” TODAYS বাংলা -এর পক্ষ থেকে তার এই প্রচেষ্টা কে আমরা কুর্নিশ জানায়।