April 20, 2025 | Sunday | 3:49 AM

মাতৃ দিবসে মেয়েকে কোলে নিয়ে প্রিয়াঙ্কা চোপড়া

0

Todays Bangla; পূর্বা রায়; সেলিব কিডস দের তার মধ্যে এখন নতুন মুখ মালতী মেরি।
অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং স্বামী নিক জোনাসের এক রত্তি মেয়ে এখন জোনাস পরিবারের ছোট্ট সদস্য।


চলতি বছরের শুরুতেই প্রিয়াঙ্কা এবং নিক তার অনুগামীদের বাবা- মা হাওয়ার সুখবর দিয়েছিলেন মধ্যরাতে। নিজ নিজ সোশ্যাল মিডিয়াতে লিখেছিলেন “সবাইকে আনন্দের সঙ্গে জানাচ্ছি আমরা সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছি।

এই সময় প্রাইভেসির উপর আমরা ভীষণ জোর দিয়েছি। পরিবারই এখন আমাদের কাছ সবচেয়ে মূল্যবান। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।”
সর্বসমক্ষে জানার আগেই দই থেকে তিন হয়ে যায় তারকা দম্পতি।


গতকাল মাতৃদিবসে প্রিয়াকা চোপড়া বরের সঙ্গে ছোট্ট একরত্তি ছবি শেয়ার করেন। ঘনিষ্ঠ মহল থেকে শুরু করে সেলেব বন্ধু বান্ধব, নেটিজেন সকলেই শুভেচ্ছা বার্তা ভরিয়ে দিয়েছে কমেন্ট বক্সে।


অভিনেত্রী পোস্টে বলেছেন “ বিগত কিছু মাস চরাই উৎরাইর মধ্য দিয়ে কেটেছে। অবশেষে, ১০০ দিন এনআইসিইউতে কাটিয়ে আমার মেয়ে বাড়ি ফিরেছে। যাত্রা পথটি চ্যালেঞ্জিং ছিল আমার পরিবারের কাছে”।

সেই সঙ্গে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে ভোলেননি হাসপাতালের সকলকে যাঁরা তাঁদের মেয়ের চিকিৎসার দায়িত্বে ছিলেন।
ফ্রেমবন্দি মুহূর্তে ছোট্ট দুধের শিশুকে বুকের মাঝে জড়িয়ে নিয়ে মাতৃ সত্তার আমেজে যে বেশ মূখরিত তা জনপ্রিয় তারকার চোখে মুখে স্পষ্ট।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *