ধারাবাহিক থেকে মডেলিংয়ে ডেবিউ করতে চলেছেন প্রিয়াংকা
Todays বাংলা; পূর্বা রায়: ধারাবাহিক থেকে মডেলিং ইন্ডাস্ট্রিতে ডেবিউ করতে চলেছেন অভিনেত্রী প্রিয়াংকা পাল। পর্দার ওপারে নানান ধারাবাহিকে অভিনয় করেছেন।


ছোট বেলা থেকেই অভিলাষী ছিলেন বিনোদন জগতে প্রতিষ্ঠা হওয়ার। সেই স্বপ্নের সুবাদে জন্মভূমি বসিরহাট ছেড়ে কলকাতায় নতুন ঠিকানায় অবস্থান।


সব বাধা-বিপত্তিকে হার মানিয়ে নিজের লক্ষ্য পথে একপা একপা করে এগোচ্ছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা। বহুদিনের স্বপ্ন ছিল মডেলিং সেই স্বপ্ন পূরণ হতে চলেছে টুডেস বাংলার হাত ধরে। অবসর সময় পেলে সবটুকু উজাড় করে দেয় অভিনয় এর খুঁটিনাটি নতুন করে শিখে নিতে।


অবশ্য অভিনয় এবং মডেলিংয়ের পাশাপাশি থিয়েটার গ্রুপের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন সমান তালে।

প্রিয়াংকা পালকে টুডেস বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই তার উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে।
